স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য
Posted On:
22 JUN 2021 9:15AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২শে জুন, ২০২১
ভারতে একদিনে ৮৬ লক্ষ ১৬ হাজার টিকার ডোজ দেওয়া হয়েছে। বিশ্বে টিকাকরণের ইতিহাসে যা সর্বোচ্চ।
দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ২৮ কোটি ৮৭লক্ষ টিকা দেওয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪২,৬৪০ জন, ৯১ দিন পরে এই সংখ্যা ৫০হাজারের নিচে নামল ।
ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা নিম্নমুখী । এই সংখ্যা আরো কমে হয়েছে ৬,৬২,৫২১। ৭৯দিন পরে এই সংখ্যা ৭ লক্ষের নীচে নামল।
সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৮৯ লক্ষ ২৬হাজার ০৩৮ জন।
গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৮১,৮৩৯ জন।
পর পর ৪০ দিন নতুন করে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশী।
কোভিড মুক্ত হওয়ার বেড়ে হয়েছে হার ৯৬.৪৯%।
সাপ্তাহিক সংক্রমিতের হার ৫ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ৩.২১%।
পরপর ১৫ দিন দৈনিক সংক্রমিতের হার ৫%র কম౼আজ এই হার ২.৫৬%।
নমুনা পরীক্ষার ক্ষমতা বেড়েছে, মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ কোটি ৪০ লক্ষ।
CG/CB/
(Release ID: 1729351)
Visitor Counter : 223
Read this release in:
Tamil
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam