উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
আন্তর্জাতিক যোগ দিবসের প্রাককালে উপরাষ্ট্রপতি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন
प्रविष्टि तिथि:
20 JUN 2021 5:45PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ জুন, ২০২১
উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু আন্তর্জাতিক যোগ দিবসের প্রাককালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁর সম্পূর্ণ বার্তাটি হচ্ছে-
" যোগ হচ্ছে আলো, একবার প্রজ্বলিত হলে কখনোই অনুজ্জ্বল হয় না।
আপনার অনুশীলন যত ভালো হবে আপনার শিখা ততোই উজ্জ্বল হবে।"- বিকেএস আয়েঙ্গার।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আসুন আমরা সবাই প্রতিদিন যোগ অনুশীলন করে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক ভাবে আমাদের জীবন আলোকিত করার সংকল্প গ্রহণ করি।
অতিমারি সামগ্রিক কল্যাণের গুরুত্ব সম্পর্কে সারা বিশ্বকে অনুধাবন করিয়েছে। যোগ হচ্ছে একমাত্র উপায় যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। যোগই হচ্ছে মানবতার উপর ভারতের উপহার। যোগ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ জীবনকে রূপান্তর ঘটিয়েছে।
CG/ SB
(रिलीज़ आईडी: 1728897)
आगंतुक पटल : 267