আয়ুষ
আন্তর্জাতিক যোগ দিবস-২০২১- টেলিভিশনে ২১ জুন সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রীর ভাষণ
Posted On:
19 JUN 2021 4:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ জুন, ২০২১
কোভিড-১৯ জনিত অতিমারি পরিস্থিতিতে এবং জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকায় এবছরের আন্তর্জাতিক যোগ দিবসটি টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হবে। যেখানে প্রধানমন্ত্রী মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। তাঁর বক্তব্যই হবে ওই দিনের মূল আকর্ষণ। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দূরদর্শনের সবকটি চ্যানেলে ওইদিন সকাল ৬-৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী কিরন রিজিজু তাঁর বক্তব্য পেশ করবেন। এরপর মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা'র পক্ষ থেকে যোগব্যায়াম সরাসরি সম্প্রচার করা হবে।
সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস এমন সময় উদযাপন করা হচ্ছে, যখন সারা বিশ্ব কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করছে। অথচ সুস্থ শরীর বজায় রাখতে নিয়মিত যোগ ব্যায়ামের প্রয়োজন রয়েছে। এবছর আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা হচ্ছে, 'সুস্থতার জন্য যোগ'।
এ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে যে বিশ্বের ১৯০ দেশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করবে। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রচেষ্টায় এই যোগ দিবস উদযাপিত হয়। যার প্রস্তুতি শুরু হয়ে যায় তিন থেকে চার মাস আগে।
CG/ SB
(Release ID: 1728628)
Visitor Counter : 230