পর্যটনমন্ত্রক
পর্যটন মন্ত্রক ভারতের মাইস শিল্পের প্রচারের জন্য কলাকৌশল এবং রোডম্যাপ তৈরির বিষয়ে মতামত গ্রহণের আমন্ত্রণ জানিয়েছে
Posted On:
18 JUN 2021 5:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ জুন, ২০২১
মাইস হচ্ছে অন্য শব্দের আদ্যক্ষর দ্বারা গঠিত শব্দ যার পুরো অর্থ করলে হয়, মিটিংস, ইন্সেন্টিভস, কনফারেন্সেস এন্ড এক্সিবিশনস। মাইস ব্যাবসায়িক পর্যটনগুলির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এটি দ্রুত বেড়ে ওঠা বিভাগ গুলির মধ্যে অন্যতম যা দেশে বেশ কিছু সুবিধা নিয়ে আসে। বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও বিশ্বব্যাপী এই ব্যবসায় ভারতের অবস্থান তুলনামূলকভাবে অনেক কম। মাত্র এক শতাংশ। অন্যদিকে, ভারতের কাছে বৈদেশিক ক্ষেত্রে মাইসের একটা বিশাল বাজার রয়েছে।
পর্যটনের প্রসারে মাইস' সেগমেন্টের উন্নয়নের জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। পর্যটন মন্ত্রক ভারতের মাইস শিল্পের প্রচারের জন্য কলাকৌশল এবং রোডম্যাপ তৈরির বিষয়ে মতামত গ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে মতামত জানাতে হবে। এটি পাঠাতে হবে নিম্নোক্ত ইমেইল এড্রেসে-
js.tourism[at]gov[dot]in, bibhuti.dash72[at]gov[dot]in, prakash.om50[at]nic[dot]in.
CG/ SB
(Release ID: 1728378)
Visitor Counter : 133