নির্বাচনকমিশন
ভারতের নির্বাচন কমিশন ২০১৯এর সাধারণ নির্বাচনের বিষয়ে সারণী আকারে বাঁধানো বই প্রকাশ করেছে
Posted On:
18 JUN 2021 12:31PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৮ জুন, ২০২১
দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল চন্দ্র ১৫ই জুন ‘২০১৯এর সাধারণ নির্বাচন- সারণী আকারে বাঁধানো বই’ প্রকাশ করেছেন। এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার শ্রী অরুপ চন্দ্র পান্ডে। এই বই প্রকাশের জন্য সুনীল চন্দ্র কমিশনের আধিকারিকদের উচ্ছ্বসিত প্রশংসা ব্যক্ত করেন। তিনি বলেন, আগামীদিনে ভারতীয় নির্বাচন বিষয়ে গবেষকদের কাছ এ এক সম্পদ।
সারণী আকারে বাঁধানো বইয়ে সমস্ত তথ্য, পরিসংখ্যান অন্তর্ভুক্ত রয়েছে। এখানে ৪২টি থিম্যাটিক মানচিত্র এবং ৯০টি সারণীর মাধ্যমে নির্বাচনের বিভিন্ন দিক চিত্রিত হয়েছে। ১৯৫১-৫২ সালের প্রথম সাধারণ নির্বাচন থেকে কমিশন বর্ণনামূলক ও পরিসংখ্যান বইয়ের আকারে নির্বাচনী তথ্য সংকলন হিসেবে প্রকাশ করে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভারতের নির্বাচন কমিশন নির্বাচনী তথ্যগুলি নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত আধিকারিক এমনকি রিটার্নিং আধিকারিকদের কাছ থেকে সংগ্রহ করে থাকে। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর ভারতের নির্বাচন কমিশন এইসমস্ত তথ্যের বিষয়ে প্রচারের জন্য প্রতিবেদন প্রস্তুত করে। একইভাবে ২০১৯এর অক্টোবরে নির্বাচন শেষ হওয়ার পর কমিশন ৫৪৩টি সংসদীয় আসনের রিটার্নিং আধিকারিকদের থেকে প্রাপ্ত নির্বাচনী তথ্যের ভিত্তিতে পরিসংখ্যান সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। পরবর্তী সময়ে এই নির্বাচনী তথ্যকে আরও ভালোভাবে উপস্থাপনের লক্ষ্যে একটি সারণী আকারে বাঁধানো বই প্রকাশ করলো নির্বাচন কমিশন। এখানে ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষ ও মহিলা ভোটদানের হার, ভোটার, প্রার্থী, রাজনৈতিক দলের কাজের অগ্রগতি ইত্যাদি বিষয়ে তুলে ধরা হয়েছে। এই বইটি নির্বাচন কমিশনের নিম্নলিখিত লিঙ্কেও পাওয়া যাবে-
https://eci.gov.in/ebooks/eci-atlas/index.html
CG/SS/NS
(Release ID: 1728371)
Visitor Counter : 338