স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড টিকার বিষয়ে ভ্রান্ত ধারণা বনাম প্রকৃত তথ্য
प्रविष्टि तिथि:
16 JUN 2021 1:01PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৬ জুন, ২০২১
সোস্যাল মিডিয়ার কিছু পোস্টে বলা হয়েছে কোভ্যাকসিন টিকা তৈরি করার সময় সদ্যজাত বাছুরের রক্ত রস দেওয়া হয়।
এই তথ্যটির অপব্যাখ্যা করা হয়েছে এবং এই পোস্টগুলিতে মানুষকে ভুল বোঝানো হচ্ছে।
ভেরোকোষের বৃদ্ধির জন্য সদ্যজাত বাছুরের রক্ত রস ব্যবহার করা হয়। সারা বিশ্বজুড়ে ভেরোকোষের বৃদ্ধির জন্য বিভিন্ন গবাদি পশুর রক্ত রস ব্যবহার করা হয়। টিকা তৈরিতে প্রয়োজনীয় কোষ সরবরাহ করতে ভেরোকোষের এই ব্যবহার দীর্ঘদিন ধরে চলছে। পোলিও, ইনফ্লুয়েঞ্জার মতো টিকা তৈরিতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। বৃদ্ধির পর ভেরোকোষ রসায়নিক পদার্থ যা বাফার হিসেবে পরিচিত এবং জল দিয়ে ধোয়া হয়। এরপর এই কোষগুলি করোনা ভাইরাসে সংক্রমিত করা হয়। ভাইরাসের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভেরোকোষ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপর উৎপাদিত ভাইরাস নিষ্ক্রিয় করে পরিশোধিত করা হয়। তারপর সেগুলিকে টিকা তৈরির কাজে লাগানো হয়, যেখানে বাছুরের রক্তরস ব্যবহার করা হয়না। আর তাই বলা যায় কোভ্যাকসিনে সদ্যজাত বাছুরের রক্ত রস থাকেনা এবং টিকা তৈরির চূড়ান্ত পর্বে বাছুরের রক্ত রস ব্যবহার করা হয়না।
CG/CB /NS
(रिलीज़ आईडी: 1727765)
आगंतुक पटल : 335