অর্থমন্ত্রক
আয়কর ফর্ম ১৫সিএ/১৫সিবি বৈদ্যুতিন পদ্ধতিতে দাখিলের ক্ষেত্রে সুবিধা
Posted On:
14 JUN 2021 5:47PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ জুন, ২০২১
১৯৬১-র আয়কর আইন অনুযায়ী ১৫সিএ/১৫সিবি ফর্ম বৈদ্যুতিন পদ্ধতিতে পূরণ করা প্রয়োজন। করদাতাদের বিদেশে অর্থ পাঠানোর জন্য অনুমোদিত ডিলারের কাছে প্রাসঙ্গিক অনুলিপি সরবরাহের পূর্বে ই-দাখিল পোর্টালে ১৫সিবি ফর্ম সহ চার্টার্ড অ্যাকাউন্ট সার্টিফিকেট আপলোড করতে হয়।
আয়কর বিভাগের পোর্টালে (www.incometax.gov.in) বৈদ্যুতিন পদ্ধতিতে ১৫সিএ/১৫সিবি ফর্ম দাখিলের ক্ষেত্রে করদাতাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, করদাতারা আগামী ৩০শে জুন পর্যন্ত স্বীকৃত ডিলারের কাছে ম্যানুয়াল পদ্ধতিতে বা কাগজে-কলমে ফর্ম পূরণ করে তা জমা করতে পারবেন। একই ভাবে, স্বীকৃত ডিলারদের ৩০ জুন পর্যন্ত এধরণের ফর্মের প্রাপ্তি স্বীকারের পরামর্শ দেওয়া হয়েছে। এধরণের ফর্মগুলি পরবর্তী সময়ে আপলোড করার জন্য নতুন ই-দাখিল পোর্টালে একটি বিশেষ সুবিধা চালু করা হবে, যাতে আপলোড করা ফর্মগুলির সনাক্তকরণ নম্বর দেওয়া যায়।
CG/BD/AS/
(Release ID: 1727062)
Visitor Counter : 220