স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

মে মাসে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি টিকার ৬১.০৬ মিলিয়ন ডোজ পেয়েছে

৩১ মে'র হিসাব অনুযায়ী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এখনও ১৬.২২ মিলিয়ন ডোজ রয়েছে

Posted On: 02 JUN 2021 12:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ জুন, ২০২১

 

ভারত সরকার সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনা বা,  'হোল অফ গভর্নমেন্ট' দৃষ্টিকোণ থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে করোনা টিকাকরণ কর্মসূচি সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে চলেছে। সারা দেশ জুড়ে এই টিকাকরণ কর্মসূচি গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে। সব কটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যাতে করোনার টিকা পাওয়া যায় সেজন্য সরকার নিয়মিতভাবে টিক্কা প্রস্তুতকারী সংস্থা গুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এর পাশাপাশি, গত ১ মে থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যাতে সহজেই টিকা সংগ্রহ করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে।

এ সম্পর্কে বেশ কিছু ভিত্তিহীন সংবাদ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে জাতীয় গুরুত্ব রয়েছে এরকম একটি কর্মসূচি সম্পর্কে জনগণকে ভুল তথ্য দেওয়া হয়েছে।

কয়েকটি সংবাদমাধ্যমে অভিযোগ করা হয়েছে যে, ২০২১- এর জুনের মধ্যে কেন্দ্রীয় সরকার ১২০ মিলিয়ন টিকার ডোজ প্রস্তুত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। অথচ মে মাসে ৭৯ মিলিয়ন ডোজের মধ্যে মাত্র ৫৮ মিলিয়ন সরবরাহ করা হয়েছে। এই খবর অসত্য এবং যার কোনো ভিত্তি নেই।

১ জুন, ২০২১-এর সকাল সাতটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গত ১ থেকে ৩১ মে পর্যন্ত মোট ৬১.০৬ মিলিয়ন টিকার ডোজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে সরবরাহ করা হয়েছে। তাদের কাছে আরও ১৬.২২ মিলিয়ন ডোজ রয়েছে। গত ১ থেকে ৩১ মে পর্যন্ত মোট ভ্যাকসিনের পরিমাণ ছিল ৭৯.৪৫ মিলিয়ন।

সঠিক তথ্য না জেনে ভারতের টিকাকরন পদ্ধতি নিয়েও কয়েকটি প্রচার মাধ্যমে সমালোচনা করা হয়েছে। অথচ ভ্যাকসিনের প্রক্রিয়া কিভাবে হবে সেজন্য ২০২০ সালের আগস্ট মাসে ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন গঠন করা হয়েছিল।

 

CG/SB



(Release ID: 1723869) Visitor Counter : 150