শিল্পওবাণিজ্যমন্ত্রক

সরকারি সংগ্রহ পোর্টাল জেম-এ আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানালেন শ্রী পীযূষ গোয়েল

রেলের ই-সংগ্রহ ব্যবস্থার সঙ্গে জেম-এর সংযুক্তিকরণের ফলে আরও বেশি সাশ্রয় হবে – শ্রী গোয়েল

Posted On: 01 JUN 2021 3:34PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ জুন, ২০২১

 

কেন্দ্রীয় বাণিজ্য, শিল্প তথা রেলমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল সরকারি ই-মার্কেট প্লেস বা জেম পোর্টালে পণ্য ও পরিষেবা আরও বেশি সংগ্রহের জন্য পোর্টাল ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এই পোর্টালটির সঙ্গে যুক্ত আধিকারিকদের নিয়ে এক মতবিনিময় কর্মসূচিতে শ্রী গোয়েল বলেন, জেম পোর্টালে আরও বেশি পণ্য ও পরিষেবার অন্তর্ভুক্তির ফলে এটি ‘ওয়ান-স্টপ শপ’ হয়ে উঠবে। এর ফলে, সমস্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কার্যালয়গুলির পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির চাহিদা মেটানো সম্ভব হবে। অন্যদিকে, আরও বেশি সংখ্যায় পণ্য ও পরিষেবা অন্তর্ভুক্তির ফলে ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলি লাভবান হবে। সম্পূর্ণ কাগজবিহীন, নগদবিহীন ও বৈদ্যুতিন পদ্ধতিতে পরিচালিত ডিজিটাল ব্যবস্থা হিসেবে জেম-এর প্রশংসা করে শ্রী গোয়েল বলেন, এই পোর্টালটি থেকে স্বয়ং প্রধানমন্ত্রীর অনেক প্রত্যাশা রয়েছে। আশা করা যায় পোর্টালটি এই প্রত্যাশা পূরণে সক্ষম হয়ে উঠবে। তিনি পণ্য ও পরিষেবার মূল্য নিরূপণের ক্ষেত্রে সরবরাহকারীদের বেশি দাম ধার্য এবং প্রতিযোগিতা বিমুখ পরিবেশ গড়ে তোলার ব্যাপারেও আধিকারিকদের সতর্ক করে দেন।

শ্রী গোয়েল জোর দিয়ে বলেন, রেলের ই-সংগ্রহ ব্যবস্থার সঙ্গে জেম পোর্টালের সংযুক্তিকরণের ফলে ক্রেতারা আরও বেশি লাভবান হবেন। এমনকি, এর ফলে সরকারি খরচের ক্ষেত্রেও আরও বেশি সাশ্রয় হবে। পেট্রোলিয়াম এবং ইস্পাত ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংস্থাগুলি তাদের প্রয়োজনীয় সাজসরঞ্জাম সংগ্রহেও আরও বেশি উপকৃত হবে। রেলের ই-সংগ্রহ ব্যবস্থার সঙ্গে জেম পোর্টালের সংযুক্তিকরণের ফলে বার্ষিক প্রায় ৫০ হাজার কোটি টাকার লেনদেন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ করা যেতে পারে, ২০২০-২১ অর্থবর্ষে জেম পোর্টালের মাধ্যমে পণ্য ও পরিষেবা সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮,৬২০ কোটি টাকা। এমনকি এই পোর্টালের সঙ্গে ৫২ হাজারের বেশি ক্রেতা এবং ১৮ লক্ষের বেশি বিক্রেতা যুক্ত রয়েছেন। ধীরে ধীরে এই পোর্টালটি পণ্য ও পরিষেবার ক্ষেত্রে এক অভিন্ন সংগ্রহ ব্যবস্থায় পরিণত হয়ে উঠছে।

ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে জেম পোর্টালে একাধিক নতুন বৈশিষ্ট্য ও কর্মপরিচালন পন্থা শুরু করা হয়েছে। এর ফলে, দরপত্র আহ্বান প্রক্রিয়া থেকে বরাত – উভয় ক্ষেত্রেই লেনদেন আরও সহজ হয়ে উঠেছে। 

 

CG/BD/DM/



(Release ID: 1723460) Visitor Counter : 151