প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা সচিব জিডি এনসিসি মোবাইল ট্রেনিং অ্যাপ ২.০ সূচনা করেছেন

Posted On: 28 MAY 2021 2:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ মে, ২০২১

 

প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমার জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর (এনসিসি) মহানির্দেশকের প্রশিক্ষণ সংক্রান্ত মোবাইল অ্যাপের দ্বিতীয় সংস্করণের আজ সূচনা করেছেন। বর্তমান কোভিড-১৯ মহামারীজনিত পরিস্থিতিতে জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর ক্যাডেটদের অনলাইন প্রশিক্ষণের ক্ষেত্রে এই অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই মোবাইল অ্যাপের মাধ্যমে একসঙ্গেই এনসিসি ক্যাডেটরা প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন পাঠ্যসূচি, প্রশিক্ষণ ভিডিও ও অন্যান্য যে কোনও ধরনের প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাবেন। মহামারীর সময় ক্যাডেটদের প্রশিক্ষণ অব্যাহত রাখার ক্ষেত্রে এই অ্যাপটি একটি প্রশিক্ষণের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে।

এই উপলক্ষে প্রতিরক্ষা সচিব শ্রী কুমার অনলাইন পদ্ধতিতে ক্যাডেটদের প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার জন্য জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, সমর শিক্ষার্থী বাহিনীর ক্যাডেটদের জন্য সদ্য চালু হওয়া এই অ্যাপটি কোভিড-১৯ সংক্রান্ত যে কোনও ধরনের চ্যালেঞ্জের মোকাবিলায় ডিজিটাল পদ্ধতিতে শিক্ষণের ক্ষেত্রে ক্যাডেটদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই অ্যাপটি কাজে লাগিয়ে ক্যাডেটরা অনলাইন প্রশিক্ষণে যোগ দেওয়ার পাশাপাশি পরীক্ষাতেও অংশগ্রহণ করতে পারবেন। এর ফলে তাঁদের শিক্ষাবর্ষ ও পঠনপাঠন অব্যাহত থাকবে। এই অ্যাপটি উদ্ভাবনের জন্য এনসিসি-র কর্মী-আধিকারিকদের প্রশংসা করে ডঃ কুমার বলেছেন, সমর শিক্ষার্থী বাহিনীর প্রশিক্ষণ প্রক্রিয়াকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরণের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ডিজিটাল ভারত’ গঠনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। 

প্রতিরক্ষা সচিব আরও বলেছেন, কোভিড-১৯-এর সময় ডিজিটাল প্রযুক্তি জীবনরেখা হয়ে উঠেছে। জীবনযাপনের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি এক নতুন পন্থা হয়ে উঠেছে বলে অভিমত প্রকাশ করে শ্রী কুমার বলেন, এনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণের ক্ষেত্রেও ডিজিটাল পদ্ধতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। তিনি এনসিসি ক্যাডেটদের সেনাকর্মীদের মতো আত্মমর্যাদা নিয়ে জীবনযাপনের পরামর্শ দেন। কোভিড-১৯ মোকাবিলায় গত বছর এনসিসি ক্যাডেটদের নিয়ে গঠিত বিশেষ অভিযান ‘যোগদান’-এ যুক্ত হওয়ার জন্য ক্যাডেটদের ভূমিকার প্রশংসা করেন।

এই অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল তরুণ কুমার আইচ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ করা যেতে পারে, প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং গত বছরের ২৭ আগস্ট এনসিসি ক্যাডেটদের অনলাইন প্রশিক্ষণের জন্য মোবাইল অ্যাপের প্রথম সংস্করণের সূচনা করেছিলেন।

  

CG/BD/DM/



(Release ID: 1722509) Visitor Counter : 170