বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য নতুন প্রযুক্তি ও সামগ্রীর উদ্ভাবনের বিষয়ে নতুন উদ্যোগ সহ বিভিন্ন সংস্থার কাছ থেকে আবেদনপত্রের আহ্বান

Posted On: 21 MAY 2021 8:15AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১শে  মে, ২০২১

 

কোভিড – ১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলার জন্য নতুন উদ্যোগ সহ বিভিন্ন সংস্থাকে সাহায্য করতে সরকার, আবেদনপত্র আহ্বান করেছে। এই সব সংস্থাগুলি মহামারির মোকাবিলায় নতুন নতুন প্রযুক্তি ও সামগ্রী উদ্ভাবন করবে।

নিধিফোরকোভিড ২.০ – নতুন এই উদ্যোগে সংস্থাগুলি আবেদন করলে, তাঁদের অক্সিজেন উৎপাদন, অক্সিজেনকে এক জায়গা থেকে অন্য় জায়গায় নিয়ে যাওয়া, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, নমুনা পরীক্ষার যন্ত্রাংশ, তথ্য ভান্ডার তৈরি সহ বিভিন্ন উদ্ভাবনমূলক কাজে সাহায্য করা হবে। ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এন্টারপেনারশিপ ডেভলপমেন্ট বোর্ড (এনএসটিইডিবি) –এর মাধ্যমে দেশী প্রযুক্তিতে মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন উপাদান উদ্ভাবনে সাহায্য করা হবে। কেন্দ্রীয় বিজ্ঞান ও কারিগরি দপ্তর, এনএসটিইডিবি গঠন করেছে।

বর্তমানে অক্সিজেন কনসেনট্রেটরের মতো বিভিন্ন সামগ্রী বিদেশ থেকে আমদানী করা হয়। এই সব সামগ্রী দেশে তৈরি করার জন্য নতুন উদ্যোগ সহ বিভিন্ন সংস্থাকে আর্থিক সহ নানা দিক দিয়ে সাহায্য করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে নতুন উদ্যোগ বা স্টার্টআপগুলি বিভিন্ন প্রযুক্তি ও সামগ্রী উদ্ভাবন করে বাজারে নিয়ে এসে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারে। এদের মধ্যে কোনো কোনো সংস্থা যথেষ্ট উৎসাহ ব্যাঞ্জক পদক্ষেপ নিয়েছে। কিন্তু এদের আর্থিক সহায়তা এবং বাজারজাতকরণে বিভিন্ন সুযোগ সুবিধার প্রয়োজন। এ কারণে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের  এই উদ্যোগ । আবেদনকারীরা https://dstnidhi4covid.in – এই পোর্টালে ৩১শে মে এর মধ্যে আবেদন জমা দিতে পারেন। এবিষয়ে বিস্তারিত জানতে হলে আবেদনকারীরা নিচের লিঙ্কে ক্লিক করুনঃ- https://dstnidhi4covid.in/ 


CG/CB/SFS


(Release ID: 1720690) Visitor Counter : 233