যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক চলতি বছরে ক্রীড়া পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে

Posted On: 20 MAY 2021 5:38PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০, মে ২০২১

 

খেলাধুলাই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর ক্রীড়া পুরস্কার দেওয়া হয় । চার বছর ধরে ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য ক্রীড়াবিদদের রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার প্রদান করা হয় । একইভাবে চার বছর ধারাবাহিকভাবে খেলাধুলোয় অসামান্য প্রদর্শনের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয় । আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদক বিজয়ীদের তৈরি করার জন্য যে প্রশিক্ষণ দেন, সেই প্রশিক্ষককে  সম্মান স্বরূপ দোনাচার্য পুরস্কার প্রদান করা হয় । ক্রীড়া ক্ষেত্রে আজীবন অবদানের জন্য ধ্যানচাঁদ পুরস্কার প্রদান করা হয় । যেসব ব্যক্তি বা কর্পোরেট সংস্থা ক্রীড়া ক্ষেত্রের প্রচার ও উন্নয়নে নিরন্তর ভূমিকা পালন করে থাকে, তাদের রাষ্ট্রীয় খেল প্রস্থান পুরস্কার প্রদান করা হয় । আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সামগ্রিকভাবে শীর্ষ স্থানাধিকারী বিশ্ববিদ্যালয়কে মৌলালা আবুল কালাম আজাদ পুরস্কার দেওয়া হয় । 

মন্ত্রক প্রত্যেক বছর এই ক্রীড়া পুরস্কারের জন্য মনোনয়ন জমা দিতে আবেদন জানায় । এই মনোনয়ন জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি মন্ত্রকের ওয়েবসাইট www.yas.nic.in –এ আপলোড করা হয়েছে । ইন্ডিয়ান অলিম্পিক অ্যাশোসিয়েশন, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, অনুমোদনপ্রাপ্ত জাতীয় ক্রীড়া সংগঠন, ক্রীড়া ক্ষেত্রে উৎসাহ দান পর্ষদ, রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন  একইভাবে মনোনয়ন জমা করতে পারে । 

পাশাপাশি যোগ্য ক্রীড়া ব্যক্তিত্ব, প্রশিক্ষক, সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের নাম মনোনয়ন হিসেবে জমা দেওয়ার জন্য surendra.yadav[at]nic[dot]in  অথবা  girnish.kumar[at]nic[dot]in ইমেল করা যাবে । মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১-শে জুন, সোমবার । ওই দিন বিকেল পাঁচটার মধ্যে মনোনয়ন জমা  করতে হবে । শেষ তারিখ পেরিয়ে যাওয়ার পর কোন মনোনয়ন গ্রহণ করা হবে না । 

 

CG/SS/NR


(Release ID: 1720457) Visitor Counter : 191