প্রতিরক্ষামন্ত্রক

আগামীকাল ২১ শে মে,আইএনএস রাজপুতের পরিষেবার অবসান ঘটবে

प्रविष्टि तिथि: 20 MAY 2021 2:04PM by PIB Kolkata

নতুন দিল্লী ২০ শে মে ২০২১

 

আগামীকাল ২১ শে মে, ভারতীয় নৌবাহিনীর প্রথম ডেষ্ট্রয়ার জাহাজ আইএনএস রাজপুতের রাজপুতের পরিষেবার অবসানের মধ্য দিয়ে এক গৌরবজনক অধ্যায় শেষ হতে চলেছে। ১৯৮০ সালের ৪ঠা মে,রাশিয়ায় নির্মিত এই কাশীন-ক্লাস ডেষ্ট্রয়ার যুদ্ধ জাহাজটি ভারতীয় নৌবাহিনীতে সামিল  হয়। তারপর থেকে ৪১ বছর ধরে আইএনএস রাজপুত ,ভারতীয় নৌবহরকে অতুলনীয়  পরিষেবা প্রদান করার পাশাপাশি  নেতৃত্বে থেকেছে। আগামীকাল বিশাখাপত্তনমের নৌ বন্দরে থেকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাহাজটির পরিষেবার আনুষ্ঠানিক অবসান ঘটবে। চলতি করোনা অতিমারী পরিস্থিতিতে সবরকম কোভিড বিধি মেনে কিছু আধিকারিক এবং নাবিকদের উপস্থিতিতে বিদায় জানানো হবে যুদ্ধ জাহাজটিকে।
আইএনএস রাজপুত,রাশিয়ার নিকোলাএভ অধুনা ইউক্রেনে নির্মিত হয়।যার রাশিয়ান নাম ছিল 'Nadezhny' অর্থাৎ 'আশা'। ১৯৭৭ সালের ১৭ই সেপ্টেম্বর জাহাজটিকে জলে নামানো হয়। তৎকালিন রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত আই কে গুজরাল এবং ক্যাপ্টেন গুলাব মোহনলাল হিরানান্দানির উপস্থিতিতে জর্জিয়ার পোতিতে ১৯৮০ সালের ৪ঠা মে জাহাজটিকে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। চার দশকের বেশি সময় ধরে আইএনএস রাজপুত ,নৌবাহিনীর পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল নৌবহরকে পরিষেবা দিয়েছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের সামুদ্রিক যে কোনো প্রয়োজনে আইএনএস রাজপুত তৈরী  ছিল এবং সেটি একাধিক অভিযানে নেতৃত্ব দিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো;শ্রীলঙ্কার 'অপারেশন আমন' এবং 'অপারেশন পবন'। মালদ্বীপের 'অপারেশন ক্যাকটাস' এবং লাক্ষাদ্বীপের 'অপারেশন  ক্রোশনেস্ট'। এছাড়াও জাহাজটি একাধিক দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় অভিযানে সামিল হয়।
৪১ বছরের গৌরবময় অধ্যায়ে যুদ্ধ জাহাজটির দায়িত্বে ছিলেন ৩১ জন কমান্ডিং অফিসার। আগামীকাল ২১ মে ২০২১,সূর্যাস্ত কালে জাহাজটির ধ্বজা নামিয়ে ভারতীয় নৌবাহিনী থেকে বিদায় জানানো হবে।



CG/PPM


(रिलीज़ आईडी: 1720444) आगंतुक पटल : 236
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Punjabi , Tamil , Telugu , Malayalam