প্রতিরক্ষামন্ত্রক
ঘূর্ণিঝড় তাউতে-র মোকাবিলায় বিশেষ অভিযানের জন্য প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং তিন বাহিনী ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রশংসা করেছেন
Posted On:
20 MAY 2021 1:36PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ মে, ২০২১
প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং ঘূর্ণিঝড় তাউতে-র কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে অনুসন্ধান চালানো এবং উদ্ধার কাজের জন্য সশস্ত্র বাহিনী ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেছেন। শ্রী সিং সমুদ্রে আটকে থাকা মানুষের জীবন বাঁচানোর জন্য ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রশংসা করেন। এর পাশাপাশি, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত অঞ্চলগুলিতে গিয়ে উদ্ধার কাজ পরিচালনার জন্য ভারতীয় সেনাবাহিনী এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর প্রশংসা করেন। প্রত্যন্ত অঞ্চলে এই দুই বাহিনীকে পৌঁছে দেওয়ার জন্য প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় বিমানবাহিনীর প্রশংসা করেন। এক টুইট বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী বলেন," উত্তাল সমুদ্র এবং প্রবল ঘূর্ণিঝড়ের চ্যালেঞ্জ কে উপেক্ষা করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌ বাহিনী ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছিল।"
শ্রী রাজনাথ সিং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করম্বীর সিং, সেনাবাহিনীর প্রধান জেনারেল এম এম নারাভানে, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর মহাপরিচালক শ্রী কে নটরাজনের সাথে অবিচ্ছিন্নভাবে যোগাযোগ রেখে চলেছেন।
উল্লেখ করা যেতে পারে যে, ২০২১-এর ১ মে প্রতিরক্ষামন্ত্রী এক পর্যালোচনায় সভায় ওই ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য সশস্ত্রবাহিনীকে সতর্ক করে দিয়েছিলেন। সেইসঙ্গে, স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে নির্দেশ দিয়েছিলেন।
গত কয়েকদিন ধরে ভারতের নৌ বাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী অভিযান চালিয়ে মুম্বাই উপকূলের চারটি বার্জ থেকে ৬০০ জনেরও বেশি ব্যক্তিকে উদ্ধার করেছে।
বর্তমানে জাহাজ এবং বিমানের সাহায্যে পি-৩০৫ বার্জ থেকে সমুদ্রে ডুবে যাওয়া ৩৮ জন নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। সমুদ্রের তেল তোলার এই বার্জটি ১৭ মে প্রবল ঘূর্ণিঝড়ে ডুবে যায়। এই বার্জ থেকে সমুদ্রে ডুবে যাওয়া ১৮৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
অন্যদিকে গুজরাট উপকূলে আইএনএস তালওয়ার, সাপোর্ট স্টেশন- থ্রি এবং ড্রিল শিপ সাগর ভূষণকে নিরাপদে মুম্বাইয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। নৌবাহিনী হেলিকপ্টার এর সাহায্যে এই জাহাজ গুলির ৩০০জন কর্মীকে খাবার ও জল সরবরাহ করা হয়েছে।
CG/ SB
(Release ID: 1720349)
Visitor Counter : 204