প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা কোভিড রোগীদের জন্য তরল অক্সিজেনকে কম চাপে অক্সিজেন গ্যাসে পরিণত করার একটি নতুন পন্থা উদ্ভাবন করেছেন

Posted On: 19 MAY 2021 5:02PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৯  মে, ২০২১

 

ভারত কোভিড মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করার সময় অক্সিজেন এবং অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি মেটাতে উদ্যোগী হয়েছে। যেহেতু ক্রায়োজেনিক ট্যাঙ্কে তরল অক্সিজেন পরিবহণ করা হয় এরপর সেই অক্সিজেনকে হাসপাতালে রোগীর বেডের পাশে অক্সিজেন গ্যাস হিসেবে দ্রুত পৌঁছে দেওয়া যথেষ্ট চ্যালেঞ্জের বিষয়। যেসব হাসপাতাল কোভিড রোগীদের চিকিৎসা করছে তাদের সকলের কাছেই এটি একটি বড় চ্যালেঞ্জ।

মেজর জেনারেল সঞ্জয় রিহানীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারদের একটি দল এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছিলেন। গ্যাস সিলিন্ডারের ব্যবহার ছাড়াই অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে একটি বিশেষ দল গঠন করা হয়। এই দলের মূল কাজ ছিল ঘন ঘন গ্যাস সিলিন্ডারে অক্সিজেন না ভরে কিভাবে রোগীদের কাছে এই গ্যাসীয় অক্সিজেন পৌঁছে দেওয়া যায়।

সিএসআইআর এবং ডিআরডিও-র সঙ্গে সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা এই বিষয় নিয়ে সরাসরি আলোচনা চালান। তাঁরা ভেপোরাইজার, পিআরভি এবং তরল অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে সমস্যার সমাধান করতে উদ্যোগী হন। এর জন্য কম ক্ষমতা সম্পন্ন তরল অক্সিজেন সিলিন্ডার (২৫০ লিটার)এবং ভেপারাইজারের সাহায্যে প্রেসার ভাল্ভের মাধ্যমে পাইপলাইন দিয়ে রোগীদের গ্যাস সরবরাহ করার একটি পন্থা উদ্ভাবন করা হয়েছে। এর সাহায্যে দিল্লী ক্যান্টনমেন্টের বেস হাসপাতালে ২-৩ দিন ৪০টি শয্যায় ২টি তরল অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে সফলভাবে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হয়। ইঞ্জিনিয়াররা একটি ভ্রাম্যমান ব্যবস্থাও উদ্ভাবন করেছেন। পুরো ব্যবস্থাটি আর্থিকভাবে সাশ্রয়ী এবং সুরক্ষিতভাবে ব্যবহার করা যায়।

ভারতীয় সেনাবাহিনীর জটিল সমস্যার সহজ সমাধান করার এটি একটি উদ্যোগ। কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনী জাতির সঙ্গে প্রতি মুহুর্তে রয়েছে।


CG/CB /NS



(Release ID: 1720025) Visitor Counter : 244