ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে মিলমালিক , ব্যবসায়ী, আমদানিকারী সহ সংশ্লিষ্ট সব পক্ষকে ডালের মজুত পরিমাণ জানানোর নির্দেশ দিতে বলেছে এবং তা যাচাই করে দেখতে বলা হয়েছে

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে সাপ্তাহিক ভিত্তিতে ডালের দাম পর্যবেক্ষণের জন্য অনুরোধ করা হয়েছে

Posted On: 17 MAY 2021 6:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ মে, ২০২১

 

কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে মিলমালিক , ব্যবসায়ী, আমদানিকারী  সহ সংশ্লিষ্ট সব পক্ষকে ডালের মজুত পরিমাণ জানানোর নির্দেশ দিতে বলেছে এবং তা যাচাই করে দেখতে বলা হয়েছে।

আজ উপভোক্তা বিষয়ক বিভাগের পক্ষ থেকে এক ভিডিও কনফারেন্সেরে মাধ্যমে এই বিষয়টি পর্যালোচনার ব্যবস্থা করা হয়। সেখানে ওই বিভাগের সচিব সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশ জুড়ে ডালের প্রাপ্যতা এবং দামের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে সাধারণ পণ্যগুলির ন্যায্যমূল্যে বণ্টনের প্রয়োজনীয়তার কথা ভেবে অত্যাবশ্যকীয় পণ্য আইন, ১৯৫৫-র বিধানগুলি প্রয়োগ করতে বলা হয়েছে।

হঠাৎ করে  ডালের মূল্যবৃদ্ধি ডাল সংগ্রহের কারণে হতে পারে। সেজন্য সাপ্তাহিক ভিত্তিতে ডালের মূল্য পর্যবেক্ষণ এবং স্টক  যাচাই করার জন্য রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল গুলিকে অনুরোধ করা হয়েছে।

অত্যাবশ্যকীয় পণ্য আইন অনুযায়ী, উৎপাদন বা সরবরাহকারী এবং ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত নথিপত্র পরিদর্শনের কথাও বলা হয়েছে।

কৃষকরা যাতে দীর্ঘমেয়াদী ভিত্তিতে ডাল চাষ করতে পারেন সেজন্য তাঁদের উদ্বুদ্ধ করতে ডাল উৎপাদনকারী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে‌। ন্যূনতম সহায়ক মূল্যের মাধ্যমে যাতে কৃষকদের কাছ থেকে ডাল সংগ্রহ করা যায় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকার ২২ টি প্রয়োজনীয় পণ্য, বিশেষত, ডাল, তৈলবীজ শাকসবজি এবং দুধের দাম নিয়মিত ভাবে পর্যবেক্ষণ করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে অনুরোধ করেছে। এই সব পণ্যের যাতে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে।

তুর, কবুতর মটর, মুগ ও বিউলির ডাল সম্পর্কিত আমদানি নীতি সংশোধন করে বাণিজ্য বিভাগ ১৫ মে এক নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশনায় বলা হয়েছে যে, এইসব খাদ্য দ্রব্যের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তা মুক্ত করে দেওয়া হয়েছে ২০২১-এর ৩১ অক্টোবর পর্যন্ত।



CG/ SB



(Release ID: 1719505) Visitor Counter : 159