প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় বায়ু সেনা ঘূর্ণিঝড় তৌকতে-র মোকাবিলায় প্রতিনিয়ত প্রস্তুতি চালাচ্ছে

Posted On: 17 MAY 2021 8:30AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৭ মে, ২০২১

 

ভারতীয় বায়ু সেনা ঘূর্ণিঝড় তৌকতে-র মোকাবিলায় প্রতিনিয়ত প্রস্তুতি চালাচ্ছে। এরই অঙ্গ হিসেবে রবিবার ১৬৭ জন কর্মী এবং ১৬.৫ টন ওজনের জাতীয় বিপর্যয় মোকাবিলার সরঞ্জাম কলকাতা থেকে আমেদাবাদে নিয়ে আসা হয়। এর জন্য দুটি সি-১৩০জে এবং একটি এএন-৩২ বিশেষ বিমানকে কাজে লাগানো হয়। এখন থেকে এএন-৩২ বিশেষ বিমানটি আমেদাবাদেই রয়েছে। পাশাপাশি আরও একটি সি-১৩০জে এবং দুটি এএন-৩২ বিশেষ বিমানে বিজয়ওয়ারা থেকে ১২১ জন জাতীয় বিপর্যয় মোকাবিলা রক্ষী বাহিনীর কর্মী ও ১১.৬ টন ওজনের বিপর্যয় মোকাবিলার সরঞ্জাম আমেদাবাদে নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে দুটি সি-১৩০জে বিশেষ বিমানে পুনে থেকে ১১০ জন কর্মী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা রক্ষী বাহিনী-র ১৫ টন ওজনের পণ্য সম্ভার আমেদাবাদে নিয়ে আসা হয়েছে।

 

CG/SS/SKD/



(Release ID: 1719286) Visitor Counter : 165