প্রতিরক্ষামন্ত্রক

কোভিড-১৯-এর জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম সরবরাহে ভারতীয় বিমানবাহিনী ও নৌ-বাহিনীর নিরলস উদ্যোগ

Posted On: 12 MAY 2021 2:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ মে, ২০২১

 

ভারতীয় বিমানবাহিনী এবং ভারতীয় নৌ-বাহিনী দেশে কোভিড-১৯-এর ফলে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করতে অসামরিক প্রশাসনকে প্রতিনিয়ত অক্সিজেন সহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম পরিবহণের কাজে সাহায্য করছে। ১২ই মে সকাল পর্যন্ত বিমানবাহিনী ৪০৩টি অক্সিজেন কন্টেনার (মোট ওজন ৬,৮৫৬ মেট্রিক টন) এবং ১৬৩ মেট্রিক টন অন্যান্য সামগ্রী পরিবহণ করেছে। জামনগর, ভোপাল, চণ্ডীগড়, পানাগড়, ইন্দোর, রাঁচি, আগ্রা, যোধপুর, বেগমপেট, ভুবনেশ্বর, পুণে, সুরাট, রায়পুর, উদয়পুর, মুম্বাই, লক্ষ্ণৌ, নাগপুর, গোয়ালিয়র, বিজয়ওয়াড়া, বরোদা, ডিমাপুর ও হিন্দন থেকে এইসব পণ্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় বিমানবাহিনী বিভিন্ন দেশ থেকে ৭৯৩ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন ৯৫টি কন্টেনার সহ ২০৪ মেট্রিক টন সামগ্রী নিয়ে এসেছে। সিঙ্গাপুর, দুবাই, থাইল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ডস, ব্রিটেন, ইজরায়েল এবং ফ্রান্স থেকে এইসব সামগ্রী নিয়ে আসা হয়েছে।

‘সমুদ্র সেতু-২’ অপারেশনের অঙ্গ হিসেবে ১৩টি দেশ থেকে ২০৭ মেট্রিক টন চিকিৎসার কাজে ব্যবহৃত তরলীকৃত অক্সিজেন, ১৬০ মেট্রিক টন অক্সিজেন সহ আটটি অক্সিজেন কন্টেনার, ২,৬০০টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার, ৩,১৫০টি অক্সিজেনের বহনের জন্য ফাঁকা সিলিন্ডার পারস্য উপসাগরীয় দেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আনা হয়েছে।  ‘আইএনএস জলশ্ব’ ব্রুনেইতে এবং ‘আইএনএস শার্দুল’ কুয়েতে আজ পৌঁছবে। যেসব জাহাজগুলি বিদেশ থেকে সরঞ্জাম নিয়ে এসেছে সেগুলি হল : 

১) কাতার থেকে ‘আইএনএস তারকাশ’ ১২ই মে মুম্বাইতে দুটি অক্সিজেন ভর্তি কন্টেনার নিয়ে এসেছে। প্রতিটি কন্টেনারে ২৭ মেট্রিক টন চিকিৎসার কাজে ব্যবহৃত তরলীকৃত অক্সিজেন রয়েছে। এছাড়াও, ২৩০টি অক্সিজেন সিলিন্ডারও নিয়ে আসা হয়েছে।

২) কুয়েত থেকে ‘আইএনএস কোচি’ ও ‘আইএনএস তবর’ ১১ই মে নিউ ম্যাঙ্গালোর বন্দরে ১০০ মেট্রিক টন চিকিৎসার কাজে ব্যবহৃত তরলীকৃত অক্সিজেনের পাঁচটি কন্টেনার নিয়ে এসেছে। এছাড়াও ১,২০০ অক্সিজেন সিলিন্ডারও কুয়েত থেকে এসেছে।

৩) সিঙ্গাপুর থেকে ‘আইএনএস ঐরাবত’ ১০ই মে বিশাখাপত্তনমে এসে পৌঁছয়। এই জাহাজে আটটি ক্রায়োজেনিক অক্সিজেন ট্যাঙ্ক, ৩,৮৯৮টি অক্সিজেন সিলিন্ডার এবং কোভিড-১৯-এ ব্যবহৃত গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ছিল।

৪) কাতার থেকে ‘আইএনএস ত্রিখণ্ড’ মুম্বাইয়ে ১০ই মে ৪০ মেট্রিক টন তরলীকৃত অক্সিজেন নিয়ে পৌঁছয়। এই অক্সিজেন চিকিৎসার কাজে ব্যবহার করা যাবে এবং ওই জাহাজে ক্রায়োজেনিক কন্টেনারও ছিল। 

৫) ‘আইএনএস কলকাতা’ কাতার ও কুয়েত থেকে ১০ই মে নিউ ম্যাঙ্গালোর বন্দরে ৪০০টি অক্সিজেন সিলিন্ডার, দুটি তরলীকৃত অক্সিজেন কন্টেনার (প্রতিটিতে ২৭ মেট্রিক টন অক্সিজেন রয়েছে) এবং ৪৭টি অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে এসেছে।

৬) বাহরিন থেকে ‘আইএনএস তলোয়ার’ নিউ ম্যাঙ্গালোর বন্দরে ৫ই মে দুটি অক্সিজেন কন্টেনার নিয়ে পৌঁছয়। প্রতিটি কন্টেনারে ২৭ মেট্রিক টন অক্সিজেন রয়েছে। 

 

CG/CB/DM/



(Release ID: 1718151) Visitor Counter : 187