প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় বিমানবাহিনী ও নৌবাহিনী অক্সিজেন তথা চিকিৎসা সামগ্রী সরবরাহে প্রয়াস আরও জোরদার করেছে
Posted On:
07 MAY 2021 4:09PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ মে, ২০২১
ভারতীয় বিমানবাহিনী ও নৌবাহিনী বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় অক্সিজেন কন্টেনার ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে অসামরিক প্রশাসনকে সাহায্যের জন্য নিজেদের প্রয়াস আরও জোরদার করেছে। বিমানবাহিনীর সি-১৭ বিমানে করে আজ পর্যন্ত ২৫২টি অক্সিজেন ট্যাঙ্কার বিভিন্ন শহরে পৌঁছে দেওয়া হয়েছে। এই ট্যাঙ্কারগুলির মোট অক্সিজেন ধারণ ক্ষমতা ৪,৯০৪ মেট্রিক টন। বিমানবাহিনীর ওই বিমানে করে অক্সিজেন ট্যাঙ্কারগুলি জামনগর, ভোপাল, চণ্ডীগড়, পানাগড়, ইন্দোর, রাঁচি, আগ্রা, যোধপুর, ভূবনেশ্বর, পুণে, সুরাত, রাইপুর, মুম্বাই, লক্ষ্ণৌ প্রভৃতি শহরে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও ভারতীয় বিমান বাহিনীর বিমানে করে ১,২৩৩ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ৭২টি ক্রায়োজেনিক অক্সিজেন স্টোরেজ কন্টেনার দেশে নিয়ে আসা হয়েছে। এই কন্টেনার ও অক্সিজেন সিলিন্ডারগুলি সিঙ্গাপুর, দুবাই, ব্যাংকক, জার্মানি, বেলজিয়াম, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ থেকে ক্রয় করা হয়েছে। এছাড়াও বিমান বাহিনীর সি-১৭ এবং আইএল৭৬ বিমানে করে ইজরায়েল ও সিঙ্গাপুর থেকে ক্রায়োজেনিক অক্সিজেন কন্টেনার, অক্সিজেন জেনারেটর ও ভেন্টিলেটর উড়িয়ে আনা হচ্ছে।
ভারতীয় নৌবাহিনীর একাধিক জাহাজকে বন্ধুমনোভাবাপন্ন দেশগুলির কাছ থেকে অক্সিজেন কন্টেনার/সিলিন্ডার/কনসেনট্রেটর প্রভৃতি দেশে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই কাজে লাগানো হয়েছে।
অক্সিজেন কন্টেনার ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম পরিবহণের কাজে নৌবাহিনীর তার্কশ, শার্দুল ও আরও কয়েকটি জাহাজকে দোহা, কুয়েত, ব্রুনেই প্রভৃতি দেশ থেকে অক্সিজেন কন্টেনার নিয়ে আসার জন্য কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছে।
SDG/BD/AS/
(Release ID: 1716949)
Visitor Counter : 199