যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

ডাক বিভাগ শুল্ক দফতরের সহযোগিতায় কোভিড সংক্রান্ত ক্ষেত্রে বিদেশ থেকে প্রেরিত সামগ্রী দ্রুত সরবরাহের সুবিধার্থে হেল্পলাইন চালু করেছে

Posted On: 07 MAY 2021 3:52PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ মে, ২০২১

 

ভারতীয় ডাক বিভাগ কোভিড-১৯ সংক্রান্ত দ্বিতীয় ঢেউ চলাকালীন শুল্ক দফতরের সহযোগিতায় বিদেশ থেকে  পাঠানো সামগ্রী দ্রুত সরবরাহের সুবিধার্থে একটি হেল্পলাইন চালু করেছে। এর মধ্যে অক্সিজেন কন্সেনট্রেটরস থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম এবং ওষুধ রয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি যোগাযোগ মন্ত্রকের পক্ষ থেকে ডাক বিভাগ আজ প্রকাশ করেছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ডাক বিভাগ এই জাতীয় সামগ্রীর ক্ষেত্রে তা দ্রুত সরবরাহের গ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা করবে। এক্ষেত্রে গ্রাহকদের চালানের বিবরণ, নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, ট্রাকিং আইডি পোস্টিং এবং বিতরণের ঠিকানা ই-মেল মারফত প্রেরণ করতে হবে। এই ই-মেল এর নম্বর হচ্ছে- adgim2@indiapost.gov.in অথবা dop.covid19[at]gmail[dot]com। 

এছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নীচে উল্লেখিত নোডাল অফিসারের কাছে বিশদ বিবরণ পাঠানো যেতে পারে। 

১) শ্রী অরবিন্দ কুমার- ৯৮৬৮৩৭৮৪৯৭

২) শ্রী পুনিত কুমার- ৯৫৩৬৬২৩৩৩১

 

 

SB/SDG



(Release ID: 1716929) Visitor Counter : 189