স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
দেশব্যাপী টিকাকরণ অভিযানের তৃতীয় পর্যায় শুরু হওয়ার পর মোট টিকাকরণ ১৫.৮৯ কোটি ছাড়িয়েছে
তৃতীয় পর্যায়ে টিকাকরণ অভিযানে ১৮-৪৪ বছর বয়সী ৪ লক্ষের বেশি ব্যক্তির টিকাকরণ
আরোগ্য লাভের সংখ্যায় লাগাতার অগ্রগতি অব্যাহত থেকে গত ২৪ ঘন্টায় ৩.২০ লক্ষের বেশি ব্যক্তি সুস্থ হয়েছেন
Posted On:
04 MAY 2021 10:33AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ মে, ২০২১
দেশব্যাপী কোভিড-১৯ টিকাকরণের তৃতীয় পর্যায়ের সূচনা হয়েছে গত ১ মে থেকে। এই টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত ১৫ কোটি ৮৯ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১৮-৪৪ বছর বয়সী ৪ লক্ষ ৬ হাজার ৩৩৯ জন কোভিড টিকার প্রথম ডোজ পেয়েছেন। দেশে এখনও পর্যন্ত ১৫ কোটি ৮৯ লক্ষ ৩২ হাজার ৯২১টি টিকার ডোজ দেওয়া হয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী ৯৪ লক্ষ ৪৮ হাজার ২৮৯ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৬২ লক্ষ ৯৭ হাজার ৯০০ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৩৫ লক্ষ ৫ হাজার ৮৭৭ জন প্রথম ডোজ এবং ৭২ লক্ষ ৬৬ হাজার ৩৮০ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। এদিকে ১৮-৪৪ বছর বয়সী ৪ লক্ষ ৬ হাজার ৩৩৯ জন প্রথম ডোজ পেয়েছেন। এছাড়াও, ৪৫ থেকে ৬০ বছর বয়সী ৫ কোটি ৩০ লক্ষ ৫০ হাজার ৬৬৯ জন প্রথম ডোজ এবং ৪১ লক্ষ ৪২ হাজার ৭৮৬ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ৬০ বছরের বেশি বয়সী ৫ কোটি ২৮ লক্ষ ১৬ হাজার ২৩৮ জন টিকার প্রথম ডোজ এবং ১ কোটি ১৯ লক্ষ ৯৮ হাজার ৪৪৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণের ৬৬.৯৪ শতাংশই দেওয়া হয়েছে ১০টি রাজ্যে। টিকাকরণ অভিযানের ১০৮তম দিনে (৩ মে) ১৭ লক্ষ ৮ হাজার ৩৯০টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ লক্ষ ৩৮ হাজার ৩৪৩ জন প্রথম ডোজ এবং ৮ লক্ষ ৭০ হাজার ৪৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশে আজ কোভিডে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ২৯২। জাতীয় স্তরে সুস্থতার হার ৮১.৯১ শতাংশ। দেশে গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন।
দেশে ১০টি রাজ্যে সুস্থতার হার ৭৩.১৪ শতাংশ। অন্যদিকে, দেশে আক্রান্তের হার ২১.৪৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। এর মধ্যে পশ্চিমবঙ্গ সহ মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, উত্তরপ্রদেশ, দিল্লি, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে আক্রান্তের হার ৭১.৭১ শতাংশ। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ৪৮,৬২১ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে কর্ণাটকে আক্রান্তের সংখ্যা ৪৪,৪৩৮। উত্তরপ্রদেশে একদিনেই আক্রান্ত ২৯ হাজার ৫২ জন।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩, যা মোট আক্রান্তের ১৭ শতাংশ। অবশ্য গত ২৪ ঘন্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩,৪৯১টি কমেছে।
পশ্চিমবঙ্গ সহ মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, কেরল, রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু, বিহার এবং হরিয়ানায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার ৮১.৪১ শতাংশ।
জাতীয় স্তরে মৃত্যু হার কমে বর্তমানে হয়েছে ১.১০ শতাংশ। দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯-এ ৩,৪৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০টি রাজ্যে মৃত্যু হার ৭৩.১৫ শতাংশ। কেবল মহারাষ্ট্রেই একদিনে ৫৬৭ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে মারা গেছেন ৪৪৮ জন এবং উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ২৮৫ জনের।
দেশে দুটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় মৃত্যুর খবর নেই। এগুলি হল দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি তথা অরুনাচল প্রদেশ।
SC/BD/DM/
(Release ID: 1715903)
Visitor Counter : 225
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam