পরিবেশওঅরণ্যমন্ত্রক

শিল্পের জন্য ব্যবহৃত নাইট্রোজেন প্ল্যান্ট থেকে চিকিৎসার জন্য ব্যবহৃত অক্সিজেন উৎপাদন

Posted On: 01 MAY 2021 2:42PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১  মে, ২০২১

 

দেশজুড়ে কোভিড মহামারীর ফলে উদ্ভুত পরিস্থিতির কারণে চিকিৎসার জন্য অক্সিজেনের চাহিদা বেড়ে গেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে শিল্প সংস্থাগুলির যে তথ্য ভান্ডার রয়েছে সেখান থেকে এমন কিছু সংস্থাকে কেন্দ্রীয় সরকার চিহ্নিত করতে বলেছে , যেসব প্ল্যান্টে নাইট্রোজেন উৎপাদনের অতিরিক্ত ব্যবস্থা আছে।  এই প্ল্যান্টগুলিতে কিছুটা নাইট্রোজেনের পরিবর্তে অক্সিজেন উৎপাদন করার উদ্যোগ নেওয়া হয়েছে।  কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রাজ্যস্তরীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে এ ধরণের সংস্থাগুলিকে চিহ্নিত করার কাজ শুরু করেছে।   

প্রায় ৩০টি কারখানাকে চিহ্নিত করা গেছে,  যেখানে যন্ত্রাংশের সামান্য কিছু রদবদল ঘটিয়ে ওই কারখানা থেকে নাইট্রোজেনের পরিবর্তে অক্সিজেন উৎপাদন করা সম্ভব হবে। এর মধ্যে কয়েকটি কারখানার যন্ত্রপাতি হাসপাতালের কাছে নিয়ে এসে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে,  আর যেখানে তা সম্ভব হয়নি সেখানে ওই কারখানার মধ্যেই অক্সিজেনের উৎপাদন করা হচ্ছে।

মেসার্স ইউপিএল লিমিটেড তাদের একটি নাইট্রোজেন উৎপাদনকারী  ইউনিটকে অক্সিজেন উৎপাদনকারী ইউনিটে পরিণত করে গুজরাটের বাপির এলজি রোটারী হাসপাতালে বসিয়েছে। এই ইউনিট থেকে ২৭শে এপ্রিল অক্সিজেন উৎপাদন শুরু হয়েছে। ইউপিএল লিমিটেড আরও কয়েকটি প্ল্যান্টকে অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্টে পরিণত করেছে। এই ধরণের প্ল্যান্ট সুরাট এবং আঙ্কেলেশ্বরের হাসপাতালে বসানো হবে। এর জন্য ওই সব প্ল্যান্টে কার্বন আণবিক চালুনির বদলে জিওলাইট আণবিক চালুনি বসানো হয়েছে। এর ফলে ৪-৫ দিনের মধ্যেই এই সব প্ল্যান্ট থেকে অক্সিজেন উৎপন্ন করা সম্ভব হচ্ছে। হাসপাতালের কাছে এই প্ল্যান্টগুলি বসানো হয়েছে। সেখান থেকে কমপ্রেসড অক্সিজেন সহজেই হাসপাতালের রোগীদের সরবরাহ করা হচ্ছে। তবে যেসব কারখানার যন্ত্রাংশ নিয়ে যাওয়া সম্ভব হয়নি সেখানে কারখানায় উৎপাদিত অক্সিজেন সিলিন্ডারে করে হাসপাতালে পাঠানো হচ্ছে। 

 

SC/CB /NS



(Release ID: 1715437) Visitor Counter : 225