অর্থমন্ত্রক
রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল-এর (এসডিআরএফ)জন্য প্রথম কিস্তির ৮৮৭৩.৬ কোটি টাকা অগ্রিম মঞ্জুর করা হয়েছে
Posted On:
01 MAY 2021 8:55AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ মে, ২০২১
বিশেষ বন্টন ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সুপারিশ অনুযায়ী ২০২১-২২ অর্থবর্ষে ‘রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল’(এসডিআরএফ)-এর কেন্দ্রীয় ভাগের প্রথম কিস্তির অর্থ নির্ধারিত সময়ের আগেই সমস্ত রাজ্যগুলির জন্য মঞ্জুর করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় বরাদ্দ দপ্তর। সমস্ত রাজ্যগুলির জন্য ৮৮৭৩.৬ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।
সাধারণত অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী জুন মাসে এসডিআরএফ-এর প্রথম কিস্তির অর্থ মঞ্জুর করা হয়। তবে, সাধারণ পদ্ধতি শিথিল করে শুধুমাত্র এসডিআরএফ-এর অর্থ আগেই মঞ্জুর করা হয়নি, গত অর্থবর্ষে রাজ্যগুলিকে যে পরিমাণ অর্থ প্রাদন করা হয়েছিল, তার খরচের শংসাপত্রের জন্য অপেক্ষা না করেই এই অর্থ মঞ্জুর করা হয়েছে। মঞ্জুর করা অর্থের ৫০ শতাংশ অর্থাৎ ৪৪৩৬.৮ কোটি টাকা রাজ্যগুলি কোভিড-১৯ মোকাবিলা করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে।
এসডিআরএফ-এর তহবিল থেকে প্রাপ্ত অর্থ হাসপাতালে অক্সিজেন তৈরি এবং মজুত কেন্দ্র গড়ে তোলা, ভেন্টিলেটর, এয়ার পিউরিফায়ার কেনা, অ্যাম্বুলেন্স পরিষেবাকে শক্তিশালী করে তোলা, কোভিড-১৯ হাসপাতাল, কোভিড কেয়ার সেন্টার গড়ে তোলা, থার্মাল স্ক্যানার, পিপিই, পরীক্ষার কিট, পরীক্ষাগারের সরঞ্জাম কেনা, কন্টেনমেন্ট জোন সহ কোভিড-১৯ মোকাবিলার বিভিন্ন ক্ষেত্রে রাজ্যগুলি ব্যবহার করতে পারবে।
SC/SS/AS/
(Release ID: 1715352)
Visitor Counter : 218