রেলমন্ত্রক
মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দিল্লীর পর অক্সিজেন এক্সপ্রেস হরিয়ানা এবং তেলেঙ্গানায় পৌঁছেছে
Posted On:
29 APR 2021 4:16PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৯ এপ্রিল, ২০২১
মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দিল্লীর পর অক্সিজেন এক্সপ্রেস হরিয়ানা এবং তেলেঙ্গানায় পৌঁছছে। ভারতীয় রেল রাজ্যগুলিকে অক্সিজেন এক্সপ্রেস ট্রেন পৌঁছে দিয়ে স্বস্তি প্রদান করেছে। এই ধারা অব্যাহত রেখে আরও ৩টি ট্রেনে তরল অক্সিজেন নিয়ে যাওয়া হচ্ছে অথবা ট্রেনগুলি লোডিং প্ল্যান্টের পথে রয়েছে। আশা করা যাচ্ছে আগামী ২৪ ঘন্টায় ভারতীয় রেল প্রায় ৬৪০ মেট্রিক টন তরলীকৃত চিকিৎসা অক্সিজেন পৌঁছে দেবে।
উত্তরপ্রদেশে পঞ্চম অক্সিজেন এক্সপ্রেস ট্রেন পৌঁছে গেছে ।এই ট্রেনের ৫টি ট্যাঙ্কারে ৭৬.২৯ মেট্রিক টন তরলীকৃত অক্সিজেন রয়েছে।এর মধ্যে একটি ট্যাঙ্কার বারাণসীতে এবং বাকি চারটি ট্যাঙ্কার লক্ষ্ণৌতে পৌঁছেছে। ষষ্ঠ অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই লক্ষ্ণৌতে পৌঁছাবে। এই ট্রেনের ৪টি ট্যাঙ্কারে ৩৩.১৮ মেট্রিক টন তরলীকৃত অক্সিজেন রয়েছে।
হরিয়ানায় ২টি ট্যাঙ্কার সহ প্রথম অক্সিজেন ট্রেনটি খুব শীঘ্রই পৌঁছবে। আশা করা যাচ্ছে ওড়িশার অঙ্গুল থেকে আজ এই ট্রেনটি রওনা দেবে। হরিয়ানায় এই নিরবচ্ছিন্ন অক্সিজেন ট্রেন পরিবহণের মাধ্যমে রাজ্যের কোভিড-১৯ রোগীদের অক্সিজেন সরবরাহ পুনরায় সুনিশ্চিত করবে।
তেলেঙ্গানা সরকারও ভারতীয় রেলের কাছে অক্সিজেন এক্সপ্রেস পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।ইতিমধ্যে সেকেন্দ্রাবাদ থেকে ৫টি খালি ট্যাঙ্কার অঙ্গুলে রওনা হয়েছে। আশা করা যাচ্ছে আগামীকাল সেটি অঙ্গুলে পৌঁছাবে।
প্রয়োজনীয় রাজ্যগুলিতে অক্সিজেন পরিবহণ পরিষেবা অব্যাহত রাখার জন্য ভারতীয় রেল প্রস্তুত রয়েছে। রাজ্যগুলিতে রেল প্রয়োজনীয় অক্সিজেন ট্যাঙ্কার পৌঁছেও দিচ্ছে। এমনকি দ্রুততার সঙ্গে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখতে রেল যথেষ্টই তৎপর রয়েছে। এই তরলীকৃত অক্সিজেন বহনকারী ক্রায়জেনিক কার্গোগুলির পরিবহণের ক্ষেত্রে বেশকিছু সীমাবদ্ধতাও রয়েছে। পাশাপাশি এই অক্সিজেন এক্সপ্রেস ট্রেন যাতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়, তারজন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
SC/SS/NS
(Release ID: 1714931)