প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে ৫১টি উচ্চচাপ যুক্ত ইসিএইচএস পলিক্লিনিকে অভিজ্ঞ এবং নির্ভরশীলভাবে যত্ন দিতে দক্ষ এমন অতিরিক্ত ঠিকা কর্মীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগের অনুমোদন দিয়েছেন

Posted On: 27 APR 2021 10:56AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৭  এপ্রিল, ২০২১

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে ৫১টি উচ্চচাপ যুক্ত  প্রাক্তন সেনা সাহায্যকারী স্বাস্থ্য প্রকল্প (ইসিএইচএস) পলিক্লিনিকে অভিজ্ঞ এবং নির্ভরশীলভাবে যত্ন দিতে দক্ষ এমন অতিরিক্ত ঠিকা কর্মীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগের অনুমোদন দিয়েছেন। সুনির্দিষ্ট ইসিএইচএস পলিক্লিনিকগুলির জন্য একজনকরে  মেডিকেল আধিকারিক, নার্সিং সহায়িকা, ফার্মাসিস্ট, গাড়ির চালক এবং চৌকিদারকে  আগামী তিন মাস স্টেশন সদর দপ্তরে চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে। স্বাভাবিক কাজের সময়ের পাশাপাশি রাত্রিকালীন কর্তব্য পালনও করতে হবে তাদের। কলকাতা সহ ৫০টি স্থানে  উচ্চচাপ যুক্ত ইসিএইচএস পলিক্লিনিকগুলি অবস্থিত রয়েছে। 

এই পদক্ষেপ গ্রহণের ফলে রাত্রিকালিন সময় সংশ্লিষ্ট অঞ্চলে গুরুতর রোগী এবং তাদের ওপর নির্ভরশীল সদস্যদের ক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান সুনিশ্চিত হবে। এই নিয়োগ চলতি বছরের ১৫ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে। 



 

SC/SS/NS



(Release ID: 1714349) Visitor Counter : 159