রেলমন্ত্রক

আগামী ২৪ ঘন্টায় ভারতীয় রেল ১৪০ মেট্রিক টনের বেশী তরলীকৃত অক্সিজেন সরবরাহ করবে

Posted On: 25 APR 2021 6:19PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৫শে এপ্রিল, ২০২১

 

অগ্রাধিকারের ভিত্তিতে ভারতীয় রেল আগামী ২৪ ঘন্টায় ১৪০ মেট্রিক টনের বেশী তরলীকৃত অক্সিজেন সরবরাহ করবে। আজ রাতে ৫টি ও আগামীকাল আরো ৪টি ট্রেন অক্সিজেন নিয়ে লক্ষনৌ পৌঁছাবে।  এখন পর্যন্ত মুম্বাই থেকে নাগপুর, নাসিক হয়ে বিশাখাপত্তনম  এবং লক্ষনৌ থেকে বোকারোর মধ্যে অক্সিজেন এক্সপ্রেস চলাচল করছে।
আজ রাতে ছত্তিশগড়ের রায়গড় থেকে দিল্লিতে একটি অক্সিজেন এক্সপ্রেস যাত্রা শুরু করবে। ইতিমধ্যেই দুর্গাপুর থেকে দিল্লির উদ্দেশে আরেকটি ট্রেন যাত্রা শুরু করেছে।
এ ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে এই ধরণের অক্সিজেন এক্সপ্রেস  চলাচল করছে। তবে এক্ষেত্রে গাড়ির গতির বিষয়টি বিবেচনায় রাখতে হয়। এছাড়াও  ক্রায়োজনিক কামরা নিয়ে তৈরি এই ট্রেনগুলি চালানোর সময় উড়ালপুল সহ নানা বিষয়ে খেয়াল রাখতে হয়।

.

SDG/CB/



(Release ID: 1714004) Visitor Counter : 137