প্রতিরক্ষামন্ত্রক

এয়ার ভাইস মার্শাল আশুতোষ শর্মার তথাকথিত হোয়াটসঅ্যাপ ম্যাসেজ সম্পর্কে স্পোষ্টীকরণ

Posted On: 25 APR 2021 12:51PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ এপ্রিল, ২০২১

 

ব্যাঙ্গালোরে বিমান বাহিনীর কম্যান্ড হাসপাতালের এয়ার ভাইস মার্শাল আশুতোষ শর্মা হোয়াটসঅ্যাপে লেখা একটি বার্তা ব্যাপক প্রচারিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই বার্তায় বলা হয়েছে, কোভিড-১৯ মহামারী প্রতিরোধের ক্ষেত্রে স্টিম পদ্ধতি ব্যবহারের কথা বলা হয়েছে। এই প্রেক্ষিতে সুস্পষ্টভাবে জানানো হচ্ছে যে, ব্যাঙ্গালোরে এয়ার মার্শার আশুতোষ শর্মা নামে কেউ নেই। ব্যাঙ্গালোরে বিমান বাহিনীর কম্যান্ড হাসপাতালের দায়িত্বে রয়েছেন এয়ার ভাইস মার্শাল আশুতোষ শর্মা। হোয়াটসঅ্যাপে যে ম্যাসেজ নিয়ে প্রশ্ন উঠেছে সেটি তার লেখা নয়। 


ভারতীয় বিমান বাহিনী এবং এয়ার ভাইস মার্শাল আশুতোষ শর্মা ওই হোয়াটসঅ্যাপ বার্তায় যা লেখা হয়েছে তার কোনটিকেই সমর্থন করেন না। কোন ব্যক্তির যদি কোভিড-১৯ সংক্রান্ত উপসর্গ দেখা দেয় তাহলে চিকিৎসার জন্য দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। 

 

SDG/BD/AS/



(Release ID: 1713981) Visitor Counter : 211