ইস্পাতমন্ত্রক

দেশে চিকিৎসার জন্য ব্যবহৃত অক্সিজেন সরবরাহে ইস্পাত সংস্থাগুলি যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে

Posted On: 25 APR 2021 3:35PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ এপ্রিল, ২০২১

 

কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের নির্দেশ এবং পরামর্শ অনুযায়ী মন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ত্ব উদ্যোগ এবং বেসরকারি সংস্থাগুলি জটিল এই পরিস্থিতিতে দেশবাসীর পাশে রয়েছে। সংস্থাগুলি চিকিৎসার জন্য ব্যবহৃত তরল অক্সিজেনের পর্যাপ্ত পরিমাণে যোগান অব্যাহত রাখতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। 


ইস্পাত কারখানাগুলিতে দৈনিক মোট চিকিৎসার জন্য ব্যবহৃত অক্সিজেন উৎপাদন ক্ষমতা ২,৮৩৪ মেট্রিক টন। ইস্পাত ক্ষেত্রের সঙ্গে যুক্ত ৩১টি অক্সিজেন উৎপাদন ইউনিট রয়েছে, যার মধ্যে ২৯টিতে নিয়মিত ভাবে অক্সিজেন উৎপাদন হয়। ইস্পাত ক্ষেত্রে চিকিৎসার জন্য ব্যবহৃত তরল অক্সিজেন উৎপাদন ক্ষমতা দৈনিক ২,৮৩৪ মেট্রিক টন হওয়া সত্বেও গতকাল ৩,৪৭৪ মেট্রিক টন এধরণের অক্সিজেন উৎপাদন করা হয়েছে। দৈনিক উৎপাদিত অক্সিজেনের তুলনায় গতকালের উৎপাদন বেশি হওয়ার কারণ অধিকাংশ ইস্পাত কারখানাতে নাইট্রোজেন এবং অ্যার্গন উৎপাদন পরিমাণ হ্রাস পাওয়া। ইস্পাত ইউনিটগুলির পক্ষ থেকে গতকাল পর্যন্ত ২,৮৯৪ মেট্রিক টন অক্সিজেন বিভিন্ন রাজ্যে সরবরাহ করা হয়েছে। অবশ্য এক সপ্তাহ আগে দৈনিক বিভিন্ন রাজ্যে অক্সিজেন সরবরাহের পরিমাণ ছিল ১,৫০০ থেকে ১,৭০০ মেট্রিক টন।


ইস্পাত উৎপাদন কেন্দ্রগুলিতে ইস্পাত উৎপাদনের সময় প্রাথমিক ভাবে গ্যাসীভূত অক্সিজেনের প্রয়োজন হয়। ব্লাস্ট ফার্নেসগুলিতে অক্সিজেন গ্যাসীয় আকারে ভরে রাখা হয়। ইস্পাত কেন্দ্রগুলিতে যে সমস্ত অক্সিজেন উৎপাদন ইউনিট থাকে, সেগুলি গ্যাসীভূত অক্সিজেন, নাইট্রোজেন ও অ্যার্গন উৎপাদন করে। এরপর, গ্যাসীভূত এই অক্সিজেন পেসার রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে গ্যাসীভূত অক্সিজেনের চাপ কমিয়ে নেওয়া হয়। এই ধরণের উৎপাদন ইউনিটগুলিতে ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত তরল অক্সিজেন উৎপাদন করা যায়। তবে, এধরণের অক্সিজেন শিল্প ক্ষেত্রে উৎপাদিত অক্সিজেনের তুলনায় অনেক বেশি পরিস্রুত। 


বর্তমান পরিস্থিতিতে ইস্পাত উৎপাদন কেন্দ্রগুলি তরল অক্সিজেন উৎপাদনে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। এই অক্সিজেন সিলিন্ডারগুলিতে ভরে বিভিন্ন রাজ্য ও হাসপাতালে সরবরাহ করা হয়। সরকারি ও বেসরকারি উভয় শ্রেণীর ইস্পাত কেন্দ্রগুলি বিভিন্ন রাজ্যে তরল অক্সিজেন সরবরাহে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত্ব সেল চিকিৎসার জন্য ব্যবহৃত তরল অক্সিজেনের উৎপাদন পরিমাণ বাড়িয়ে দৈনিক ৮০০ টনের বেশি করেছে। গত ২৩ তারিখ রাজ্যগুলিকে চিকিৎসার জন্য ব্যবহৃত ১,১০০ টনের বেশি তরল অক্সিজেন সরবরাহ করেছে। কেবল গতকাল সরবরাহ করা হয়েছে ৯৬০ টন। সেল লাগাতার এধরণের অক্সিজেন সরবরাহ বাড়িয়ে চলেছে। সেলের বিভিন্ন উৎপাদন ইউনিট – ভিলাই, বোকারো, রাউরকেল্লা, দুর্গাপুর ও বার্নপুর থেকে গত বছরের অগাস্ট থেকে গতকাল পর্যন্ত ৩৯,৬৪৭ টন তরল অক্সিজেন সরবরাহ করা হয়েছে। 


রাষ্ট্রায়ত্ত্ব ইস্পাত নিগম লিমিটেড ২০২০-২১ অর্থবর্ষে ৮,৮৪২ টন তরল অক্সিজেন সরবরাহ করেছে। চলতি অর্থবর্ষের ১৩ এপ্রিল থেকে আজ সকাল পর্যন্ত ১,৩০০ টনের বেশি চিকিৎসার জন্য ব্যবহৃত তরল অক্সিজেন সরবরাহ করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, রেলের প্রথম অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি আরআইএনএল-এর ভাইজ্যাক ইস্পাত কেন্দ্র থেকে গত ২২ এপ্রিল ১০০ টন চিকিৎসার জন্য ব্যবহৃত তরল অক্সিজেন নিয়ে মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই অক্সিজেন সঙ্কটগ্রস্থ কোভিড রোগীদের চিকিৎসার কাজে ব্যবহার করা হবে। 

 

 

SDG/BD/AS/



(Release ID: 1713980) Visitor Counter : 166