অর্থমন্ত্রক

ক্রমবর্ধমান মহামারীর প্রেক্ষিতে সরকার নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে সময়সীমা বাড়িয়েছে

Posted On: 24 APR 2021 12:15PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৪  এপ্রিল, ২০২১

 

অপ্রতিরোধ্য কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে সারা দেশে সাধারণ মানুষের জীবনযাত্রায় অভাবনীয় প্রভাব পরেছে। এরফলে করদাতা, কর উপদেষ্টা ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছ থেকে যে সমস্ত বিষয়ে আগেই বিজ্ঞপ্তি জারি করে সেগুলি মেনে চলার সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল, তার প্রেক্ষিতে সময় পুনর্বিবেচনা করার একাধিক অনুরোধ পাওয়া গেছে। সরকার প্রত্যক্ষ কর বিবাদ সে বিশ্বাস আইন ২০২০র আওতায় আগেই জারি করা বিজ্ঞপ্তিগুলির নির্দিষ্ট সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 

কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে, তারজন্য কর মান্যতাগুলির পূর্ব নির্ধারিত সময়সীমা ৩০ এপ্রিল থেকে বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে :

• ১৯৬১এর আয়কর আইনের অধীনে মূল্যায়ণ বা পুনর্নিধারণের জন্য কোনো আদেশ কার্যকর করার সময়সীমা ধারা ১৫৩ বা ধারা ১৫৩বি-এর অধীন উল্লেখ রয়েছে ;

• আয়কর আইনের ধারা ১৪৪সি-এর উপধারা ১৩ অনুযায়ী ডিআরপি সংক্রান্ত নির্দেশ অনুযায়ী আদেশ কার্যকর করার সময়সীমা ;

• আয়কর আইনের ধারা ১৪৮-এর আওতায় নোটিশ জারির সময়সীমা যেখানে আয়ের মূল্যায়ণ করা হয়নি, সেই মূল্যায়ণের পুনরায় আদেশ জারি করা ;

• আয়কর আইন ২০১৬র ধারা ১৬৮টির ১ উপধারার আওতায় সমতা আদায় প্রক্রিয়া সংক্রান্ত নোটিশ জারির সময়সীমা।

আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যক্ষ কর বিবাদের মাধ্যমে ২০২০র ট্রাস্ট আইন অনুযায়ী প্রাপ্য পরিষদের সময়সীমাও অতিরিক্ত অর্থ ব্যতীত ২০২১এর ৩০ জুন পর্যন্ত বাড়ানো হবে।

উপরোক্ত বিষয়গুলির সময়সীমা বাড়ানোর প্রেক্ষিতে যথা সময়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

 

 

CG/BD/NS



(Release ID: 1713836) Visitor Counter : 255