স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে মোট টিকাকরণ ১৩.৮৩ কোটি ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় ২৯ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

কোভিডে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন২.১৯ লক্ষের বেশি

মৃত্যুহার আরও কমে ১.১৪ শতাংশ

১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যুর খবর নেই

Posted On: 24 APR 2021 11:24AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৪  এপ্রিল, ২০২১

 

বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানের অঙ্গ হিসেবে ভারতে আজ পর্যন্ত ১৩ কোটি ৮৩ লক্ষের বেশি কোভিড-১৯ টিকার ডোজ দেওয়া হয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী ১৩ কোটি ৮৩ লক্ষ ৭৯ হাজার ৮৩২টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ৯২ লক্ষ ৬৮ হাজার ২৭ জন স্বাস্থ্যকর্মী টিকার প্রথম ডোজ এবং ৫৯ লক্ষ ৫১ হাজার ৭৬ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ১৮ লক্ষ ৫১ হাজার ৬৫৫ জন কর্মী প্রথম ডোজ এবং ৬১ লক্ষ ৯৪ হাজার ৮৫১ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও ৬০ বছরের বেশি বয়সী ৪ কোটি ৯১ লক্ষ ৪৫ হাজার ২৬৫ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৭১ লক্ষ ৬৫ হাজার ৩৩৮ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ৪৫-৬০ বছর বয়সী ৪ কোটি ৬৬ লক্ষ ৭১ হাজার ৫৪০ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ২১ লক্ষ ৩২ হাজার ৮০ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন।

দেশে মোট টিকাকরণের ৫৮.৯২ শতাংশ দেওয়া হয়েছে ৮টি রাজ্যে। গত ২৪ ঘন্টায় ২৯ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশব্যাপি টিকাকরণ অভিযানের ৯৮তম দিনে (২৩ এপ্রিল) ২৯ লক্ষ ১ হাজার ৪১২টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ১৮ লক্ষ ৬৩ হাজার ২৪ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ১০ লক্ষ ৩৮ হাজার ৩৮৮ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন।

দেশে আজ কোভিডে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৮ লক্ষ ৬৭ হাজার ৯৯৭। জাতীয় স্তরে সুস্থতার হার ৮৩.৪৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ২ লক্ষ ১৯ হাজার ৮৮৩ জন। এরমধ্যে ১০টি রাজ্যে সুস্থতার হার ৮২.৯৪ শতাংশ।

দেশে গত ২৪ ঘন্টায় কোভিডে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ্য ৪৬ হাজার ৭৮৬ জন। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লী, কর্ণাটক, কেরালা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট ও রাজস্থান সহ ১০টি রাজ্যে নতুন আক্রান্তের হার ৭৪.১৫ শতাংশ। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ৬৬ হাজার ৮৩৬ জন আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৬০৫। অন্যদিকে কেরালায় একদিনেই আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৪৪৭। দেশে ১২টি রাজ্যে দৈনিক আক্রান্তের রেখাচিত্র ঊর্দ্ধমুখী।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষ ৫২ হাজার ৯৪০, যা মোট আক্রান্তের ১৫.৩৭ শতাংশ। অবশ্য গত ২৪ ঘন্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ৩২৪টি কমেছে। ৭টি রাজ্যে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার দেশে মোট আক্রান্তের ৬৬.৬৬ শতাংশ। এই ৭টি রাজ্য হল- মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, গুজরাট এবং কেরালা।

জাতীয় স্তরে কোভিডে মৃত্যুহার কমে বর্তমানে দাঁড়িয়েছে ১.১৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের। ১০টি রাজ্যে মৃত্যুহার ৮২.২৮ শতাংশ। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ৭৭৩ জনের মৃত্যু হয়েছে। দিল্লীতে একদিনেই মারা গেছেন ৩৪৮ জন।

দেশে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যুর খবর নেই। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে লাদাখ, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, লাক্ষ্মাদ্বীপ, সিকিম, মণিপুর, নাগাল্যান্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচলপ্রদেশ প্রভৃতি। 

 

 

CG/BD/NS


(Release ID: 1713814) Visitor Counter : 184