সারওরসায়নমন্ত্রক

রেমডেসিভিরের উৎপাদনের জন্য ২৫টি নতুন জায়গার অনুমোদন

Posted On: 23 APR 2021 7:53PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৩শে এপ্রিল, ২০২১

 

রসায়ন ও সার প্রতিমন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, ১২ই এপ্রিল থেকে দেশে রেমডেসিভিরের উৎপাদনের জন্য ২৫টি নতুন জায়গার অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেছেন, এই ওষুধ উৎপাদনের ক্ষমতা প্রতি মাসে ৪০ লক্ষ থেকে বেড়ে ৯০ লক্ষ ভয়েল করা হয়েছে। খুব শীঘ্রই প্রতিদিন ৩ লক্ষ ভয়েল উৎপাদন করা হবে। পুরো পরিস্থিতির দিকে খেয়াল রাখা হচ্ছে। রেমডেসিভিরের সরবরাহ বজায় রাখার জন্য সরকার সব ধরণের উদ্যোগ নিয়েছে।

 

CG/CB/


(Release ID: 1713675) Visitor Counter : 255