কেন্দ্রীয়মন্ত্রিসভা

ব্যাঙ্গালোর মেট্রো রেল প্রকল্পের ২এ এবং ২বি পর্যায়ের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা

Posted On: 20 APR 2021 3:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ এপ্রিল, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ব্যাঙ্গালোর মেট্রো রেল প্রকল্পের ৫৮.১৯ কিলোমিটার দীর্ঘ ২এ  ২বি পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে। ২এ পর্যায়ে সেন্ট্রাল সিল্ক বোর্ড জংশন থেকে কে আর পুরম এবং ২বি পর্যায়ে কে আর পুরম থেকে হেব্বল জংশন হয়ে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেলের কাজ করা হবে। পুরো প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ১৪,৭৮৮.১০১ কোটি টাকা। এই প্রকল্পের কাজ শেষ হলে ব্যাঙ্গালোরে গণপরিবহণ পরিকাঠামোয় নতুন পালক যুক্ত হবে।

লক্ষ্য :

এই প্রকল্প ব্যাঙ্গালোরের শহরাঞ্চলের গণপরিবহণ ব্যবস্থাকে উন্নত করবে। প্রচুর উন্নয়ননিজস্ব গাড়ির পরিমাণ বৃদ্ধি এবং  ভারি শিল্পে প্রসার ঘটায় শহরের মধ্যে বেশ যানজটের সৃষ্টি হয়।  মেট্রো রেলের নতুন অংশের কাজ শেষ হলে শহরে যতায়াত এবং শিল্প সংস্থাগুলির বিভিন্ন কাজকর্মে সুবিধা হবে। শহরের মানুষ নিরাপদসুরক্ষিত এবং আরামপ্রদ গণপরিবহণ ব্যবস্থা পাবেন।    

মেট্রো প্রকল্প শহরাঞ্চলের প্রচলিত  যানবাহন ব্যবস্থাকে আরও আরামপ্রদ করে তুলবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে শহরের বাইরের অন্যান্য অংশের লোকেরাও এই পরিষেবার সুযোগ পাবেন।

 

 

CG/CB/AS/


(Release ID: 1713131) Visitor Counter : 210