প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় নৌবাহিনী ৩ হাজার কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য বাজেয়াপ্ত করেছে

Posted On: 19 APR 2021 5:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ এপ্রিল, ২০২১

 

আরব সাগরে নজরদারি ভারতীয় নৌ জাহাজ সুভর্ণা টহল দেওয়ার সময় সন্দেহজনকভাবে চলাচলকারী একটি মাছ ধরার নৌকার সম্মুখীন  হয়। সন্দেহ হওয়ায় এই নৌকাটিতে তল্লাশী অভিযান চালিয়ে ৩০০ কেজিরও বেশি মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়। আরও তদন্তের জন্য অভিযুক্তদের মাছ ধরার নৌকাটি সহ কেরলের কোচি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে এই বাজেয়াপ্ত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার কোটি টাকা। পরিমাণ এবং অর্থের দিক থেকে ভারতীয় নৌ বাহিনীর এটি বড় ধরনের সাফল্য । বাজেয়াপ্ত এই  মাদক দ্রব্য অবৈধ চোরালানের জন্য মাকরান  উপকূল থেকে ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মাদকাসক্তি শুধু মাত্র  মানুষেরই  ক্ষতি করে না,এছাড়াও বিনাশকারি  মাদক দ্রব্যের উন্মুক্ত  ব্যবসার সিন্ডিকেট  সন্ত্রাস, উগ্রপন্থা এবং অপরাধমূলক কাজেও ব্যবহার করা হয়ে থাকে।

 

 

CG/SS/SB



(Release ID: 1712778) Visitor Counter : 211