প্রতিরক্ষামন্ত্রক

ফ্রান্স সফরে বায়ু সেনা প্রধান

Posted On: 19 APR 2021 10:05AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ এপ্রিল, ২০২১

 

ফরাসী বিমান ও মহাকাশ বাহিনীর(এফএএসএফ) সঙ্গে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার পরিপ্রেক্ষিতে আজ বায়ু সেনা প্রধান আর কে এস ভাদৌরিয়া সরকারি সফরে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ১৯-২৩ এপ্রিল পর্যন্ত ভাদৌরিয়ার এই সফরের  ফলে  দু’দেশের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে। 

বায়ু সেনা প্রধান এই সফরে ফ্রান্সের বরিষ্ঠ সামরিক আধিকারিকের সঙ্গে বৈঠক ও আলোচনা করবেন। পাশাপাশি, তিনি ফ্রান্সের বিমানবন্দর ও অপারেটিং সেন্টার পরিদর্শন করবেন। বায়ু সেনা প্রধানের এই সফরের আগে ফরাসী বিমান ও মহাকাশ বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল ফিলিপ লেভাইন গত বছর ফেব্রুয়ারি মাসে ভারত সফরে আসেন। 

সাম্প্রতিককালে দু’দেশের বিমান বাহিনী বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানে যোগ দিয়েছে। দু’দেশের বিমান বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক মহড়া ‘গারুদা’ আয়োজন করা হয়েছে। পাশাপাশি, চলতি বছরের জানুয়ারি মাসে যোধপুরের বিমানঘাঁটিতে ‘এক্স ডেজার্ট নাইট - ২১’ অনুষ্ঠিত হয়। এমনকি, এবছরের মার্চে সংযুক্ত আরব আমীরশাহী সহ অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশ আয়োজিত ‘এক্স ডেজার্ট ফ্ল্যাগ হোস্টেড’ – এ ভারত ও ফ্রান্সের বিমানবাহিনী যৌথভাবে অংশ নেয়।

দু’দেশের বিমানবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ভারতীয় বায়ু সেনা প্রধানের এই সফর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে।

 

CG/SS/SB



(Release ID: 1712665) Visitor Counter : 230