স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ওষুধ ও প্রসাধন সামগ্রী আইন অনুযায়ী ৮টি চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামের জন্য নতুন নিয়ন্ত্রণের ব্যবস্থা

Posted On: 18 APR 2021 7:05PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ এপ্রিল, ২০২১

 

ভারতীয় শিল্পের চাহিদার কথা বিবেচনা করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আজ ৮টি চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামের নতুন নিয়মাবলী প্রকাশ করেছে। ওষুধও প্রসাধন সামগ্রী আইন অনুযায়ী মন্ত্রক এই সরঞ্জাম আমদানী নিয়ন্ত্রণের জন্য পয়াল এপ্রিল থেকে নতুন নিয়ম শুরু করেছে। এই ৮টি ধরণের সরঞ্জাম হল: 


১. অল ইনফ্ল্যাটেবল মেডিকেল ডিভাইস  
২. সিটি স্ক্যানের সরঞ্জাম
৩. এমআরআই-এর সরঞ্জাম
৪. ডিফাইব্রিলেটার
৫. পিইটি সরঞ্জাম
৬. ডায়ালাইসিস মেশিন
৭. এক্স রে মেশিন 
৮. বোন ম্যারো সেল সেপারেটার

এই আদেশনামা অনুসারে আমদানীকারক বা প্রস্তুতকারকদের আমদানী  করতে হলে বা তৈরি করতে হলে , কেন্দ্রীয় বা রাজ্য স্তরে লাইসেন্স কর্তৃপক্ষের থেকে অনুমতি নিতে হবে।

 
নতুন নিয়ম শুরু করার পর এই সব সরঞ্জামের সরবরাহ শৃঙ্খল যাতে বিঘ্নিত না হয়, তার জন্য মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যারা বিদেশ থেকে এই সব সামগ্রী আমদানি করে তাদের আমদানি করার জন্য বা তৈরি করার অনুমতি প্রক্রিয়া চলতে থাকলে কেন্দ্রীয় বা রাজ্য স্তরে লাইসেন্স কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিতে হবে। এক্ষেত্রে এমডিআর-এর নিয়ম অনুযায়ী আবেদনকারীকে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে হবে। এরপর, লাইসেন্স কর্তৃপক্ষ সবদিক বিবেচনা করে আমদানিকারকদের এবং প্রস্তুতকারকদের ৬ মাসের জন্য বিশেষ সুযোগ দিতে পারেন, , যাতে তারা যে সব সরঞ্জাম আনার জন্য বরাত দিয়েছে, সেগুলি সহজে নিয়ে আসতে পারে। এসংক্রান্ত নির্দেশাবলী আজ ড্রাগস কন্ট্রোলার জেনারেলের দপ্তর থেকে প্রকাশিত হয়েছে।

 

 
CG/CB/AS/


(Release ID: 1712594) Visitor Counter : 268