রাষ্ট্রপতিরসচিবালয়

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ,পুথান্ডু পিরাপ্পু,রঙ্গিলা বিহু,নববর্ষ এবং বৈশাখাডীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

प्रविष्टि तिथि: 13 APR 2021 5:25PM by PIB Kolkata

নতুন দিল্লী ১৩ই এপ্রিল ২০২১
 

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ আজ এক বার্তায় দেশের বিভিন্ন প্রান্তে ১৪ই এবং ১৫ই এপ্রিল  পুথান্ডু পিরাপ্পু,রঙ্গিলা বিহু,নববর্ষ এবং বৈশাখাডীর প্রাক্কালে দেশবাসীর প্রতি এক বার্তায় বলেছেন:
"ভারতে এবং বিদেশে বসবাসকারী সমস্ত ভারতীয়দের প্রতি,শুভ পুথান্ডু পিরাপ্পু,রঙ্গিলা বিহু,নববর্ষ এবং বৈশাখাডীতে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
এই নববর্ষ উদযাপন উৎসব,আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, বৈচিত্র ও বহুত্ববাদী ঐতিহ্যের মাধ্যমে নানা ভাবে পালন করা হয়,নতুন আশা এবং উদ্দীপনার সঙ্গে। এই সকল উৎসবের মধ্যে দিয়ে আমাদের দেশের কৃষকদের কঠিন পরিশ্রমকে শ্রদ্ধা জানানো হয়।
এই উপলক্ষকে সামনে রেখে  সকল দেশবাসীর  জীবনে শান্তি,সমৃদ্ধি এবং আনন্দধারা প্রবাহিত হোক আমরা এই প্রার্থনা করি এবং জাতির ঐক্য ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে চাই। আমরা বলিষ্ঠ ও আন্তরিক থেকে ঐক্যবদ্ধ ভাবে এবং নতুন উৎসাহের সঙ্গে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই।"



CG/PPM


(रिलीज़ आईडी: 1711612) आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Tamil , Telugu