স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

টিকা উৎসবের তৃতীয় দিনে দেশে ১০.৮৫ কোটিরও বেশি টিকাকরণ, গত ২৪ ঘণ্টায় ৪০ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

ভারতে দৈনিক-ভিত্তিতে টিকাকরণের গড় হার সর্বাধিক

১০টি রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যায় ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত

Posted On: 13 APR 2021 10:39AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ এপ্রিল, ২০২১

 

টিকা উৎসবের তৃতীয় দিনে আজ পর্যন্ত দেশে ১০ কোটি ৮৫ লক্ষেরও বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী ১০ কোটি ৮৫ লক্ষ ৩৩ হাজার ৮৫টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯০ লক্ষ ৩৩ হাজার ৬২১ জন স্বাস্থ্য কর্মী প্রথম ডোজ, ৫৫ লক্ষ ৫৮ হাজার ১০৩ জন স্বাস্থ্য কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৭৮ লক্ষ ৫৮৯ জন কর্মী প্রথম ডোজ এবং ৪৯ লক্ষ ১৯ হাজার ২১২ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ৪ কোটি ১৭ লক্ষ ১২ হাজার ৬৫৪ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ২২ লক্ষ ৫৩ হাজার ৭৭ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫ থেকে ৬০ বছর বয়সী ৩ কোটি ৪২ লক্ষ ১৮ হাজার ১৭৫ জন প্রথম ডোজ এবং ৭ লক্ষ ৫৯ হাজার ৬৫৪ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

দেশে গত ২৪ ঘণ্টায় ৪০ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। টিকাকরণ অভিযানের ৮৭তম দিনে (১২ এপ্রিল) ৪০ লক্ষ ৪ হাজার ৫২১টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৪ লক্ষ ৫৫ হাজার ৬৪০ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৫ লক্ষ ৪৮ হাজার ৮৮১ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। দৈনিক টিকাকরণের দিক থেকে ভারত বিশ্বে সর্বোচ্চ স্থানে রয়েছে। দেশে দৈনিক গড় টিকাকরণের হার ৪১ লক্ষ ৬৯ হাজার ৬০৯। 

ভারতে দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১ লক্ষ ৬১ হাজার ৭৩৬ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, ছত্তিশগড়, দিল্লি, কর্ণাটক, তামিলনাডু, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান ও কেরল সহ ১০টি রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা লাগাতার বাড়ছে। এই ১০টি রাজ্যে নতুন করে আক্রান্তের হার ৮০.৮০ শতাংশ। কেবল মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৭৫১ জন। অন্যদিকে, উত্তর প্রদেশে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬০৪। ছত্তিশগড়ে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৭৬ জন। ১৬টি রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে লক্ষ্য করা গেছে। 

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ৬৪ হাজার ৬৯৮, যা মোট আক্রান্তের ৯.২৪ শতাংশ। অবশ্য, গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ৬৮৯টি কমেছে। ৫টি রাজ্যে আক্রান্তের হার দেশে মোট আক্রান্তের ৬৮.৮৫ শতাংশ। এর মধ্যে মহারাষ্ট্রেই আক্রান্তের হার ৪৪.৭৮ শতাংশ। 

দেশে আজ সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২২ লক্ষ ৫৩ হাজার ৬৯৭। জাতীয় স্তরে সুস্থতার হার ৮৯.৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরোগ্যলাভ করেছেন ৯৭ হাজার ১৬৮ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৭৯ জনের। এর মধ্যে ১০টি রাজ্যে মৃত্যু হার ৮৮.০৫ শতাংশ। মহারাষ্ট্রে সর্বাধিক ২৫৮ জনের মৃত্যু হয়েছে। ছত্তিশগড়ে একদিনেই মারা গেছেন ১৩২ জন। 

দেশে ১৩টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর খবর নেই। এই রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে - ওডিশা, হিমাচল প্রদেশ, লাদাখ, দমন ও দিউ, মেঘালয়, সিকিম, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ প্রভৃতি।

 

CG/BD/SB



(Release ID: 1711475) Visitor Counter : 227