নীতিআয়োগ

দেশব্যাপী অটল ইনভেশন মিশন প্রতিস্থাপিত ২৯৫টি অটল টিঙ্কারিং ল্যাব অধিগ্রহণ করেছে সিএসআইআর

Posted On: 09 APR 2021 5:31PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০৯ এপ্রিল, ২০২১

 

নীতি আয়োগের জন কল্যাণমুখী কর্মসূচি অটল ইনভেশন মিশনের আওতায় ২৯৫টি অটল টিঙ্কারিং ল্যাব আজ সরকারিভাবে অধিগ্রহণ করেছে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পর্ষদ (সিএসআইআর)। দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিএসআইআর-এর ৩৬টি পরীক্ষাগার সারা দেশে ২৯৫টি অটল টিঙ্কারিং ল্যাব এবং তাদের শিক্ষার্থীদের পরিচালন করবে। এই পদক্ষেপ দেশজুড়ে তরুণ উদ্ভাবক এবং বিজ্ঞানীদের কাছে নতুন কিছু শেখার সুযোগ করে দেবে। এমনকি শিক্ষার্থীদের বিদ্যালয়, পরিবার এবং স্থানীয় সম্প্রদায়ের ক্ষেত্রে বিভিন্ন কাজে অনুপ্রেরণা দেবে। সিএসআইআর শীর্ষস্থানীয় গবেষণা ব্যক্তিত্ব এবং বিজ্ঞানীদের মনোনীত করবে, যারা অটল টিঙ্কারিং ল্যাবে পরামর্শ দাতা হিসেবে কাজ করবে। একই সঙ্গে অটল টিঙ্কারিং ল্যাব এবং সিএসআইআর বিজ্ঞান, প্রযুক্তি অথবা সামাজিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের ওপর একাধিক ওয়েবিনারের আয়োজন করবে।

অটল টিঙ্কারিং ল্যাবের মিশন ডিরেক্টর, নীতি আয়োগের অতিরিক্ত সচিব আর রামনান আজ ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে জানান, মহামারি পরিস্থিতিতে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা, পরিচালনা এবং উদ্ভাবন ক্ষেত্রে এই পদক্ষেপ বিশেষ সাহায্য করবে। সিএসআইআর-এর সঙ্গে এই অংশীদারিত্ব অটল ইনভেশন মিশনে গবেষণা ও উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতা যোগাবে এবং এক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সিএসআইআর-এর সঙ্গে এই সহযোগিতা সংস্থার পরীক্ষাগারগুলিতে সর্বশেষ প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে সুযোগ-সুবিধা প্রদান করবে, যার মাধ্যমে দেশের তরুণ শিক্ষার্থীরা উপকৃত হবেন এবং এর ফলে আত্মনির্ভর ভারত গঠনের পথ সুগম হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএসআইআর-এর মহানির্দেশক ডঃ শেখর সি মান্ডি বলেন, দেশের তরুণ শিক্ষার্থীদের কাছে এই পদক্ষেপ এক মাইলফলক। সিএসআইআর সর্বদা উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উৎসাহ জুগিয়ে এসেছে বলেও তিনি জানান। ডঃ মান্ডি দেশজুড়ে উদ্ভাবন ও উদ্যোগের ক্ষেত্রে অটল টিঙ্কারিং ল্যাবের ভূমিকার প্রশংসা করেন। ‘জিজ্ঞাসা ২.০’ কর্মসূচির আওতায় সিএসআইআর-এর ভার্চুয়াল পরীক্ষাগার তৈরির ক্ষেত্রে অটল টিঙ্কারিং ল্যাব অংশীদার হয়ে উঠবে। এই অংশীদারিত্বের ফলে সিএসআইআর-এর গবেষণা ও উন্নয়ন ক্ষমতা এবং সক্ষমতা বৃদ্ধি পাবে। এই নতুন সহযোগিতার মাধ্যমে অটল ইনভেশন মিশন এবং সিএসআইআর এক নতুন মাইলফলক অর্জনের ক্ষেত্রে কাজ চালিয়ে যাবে। 

 

CG/SS/SKD


(Release ID: 1710784) Visitor Counter : 259