প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় সেনার পক্ষ থেকে সোনালী বিজয় বর্ষ উপলক্ষে অনলাইন স্লোগান প্রতিযোগিতার জন্য আবেদন চাওয়া হচ্ছে
प्रविष्टि तिथि:
07 APR 2021 12:29PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৭ এপ্রিল, ২০২১
উনিশশো একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়ের ৫০ বছর স্মরণে সারা দেশজুড়ে সোনালী বিজয় বর্ষ উদযাপনের আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসাবে ভারতীয় সেনাবাহিনী তাঁদের অবদান তুলে ধরতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। চারটি বিজয় মশাল ইতিমধ্যেই চারটি মূল স্থানে প্রেরণ করা হয়েছে। যা একটি স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করা হবে।
ভারতীয় সেনাবাহিনী সোনালী বিজয় বর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে ২০২১ সালের ১ এপ্রিল থেকে ৩১ মেয়ে পর্যন্ত একটি অনলাইন স্লোগান রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। যে প্রতিযোগিতায় ভারতের সমস্ত নাগরিক অংশ নিতে পারবে। নাগরিকরা তাদের প্রবেশপত্র- swarnimvijayvarsh.adgpi[at]gmail[dot]com- এই ই-মেইলে প্রেরন করতে পারবেন।
প্রতিযোগিতার বিষয়বস্তু গুলি ভারতীয় সেনাবাহিনীর ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটার হ্যান্ডেলে পাওয়া যাবে।
নির্বাচিত স্লোগান গুলি ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল গ্রুপে ব্যবহার করা হবে। বিজয়ীদের নগদ পুরস্কারে পাশাপাশি শংসাপত্র দেওয়া হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন এবং একাত্তরের ভারত-পাক যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অবদান কে তুলে ধরতে সচেষ্ট হবে। যে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল।
CG/ SB
(रिलीज़ आईडी: 1710274)
आगंतुक पटल : 277