দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক

২০১৯-২০র ক্রাফ্ট ইন্সট্রাকটর প্রশিক্ষণ প্রকল্পের জন্য সর্বভারতীয় পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে ডিজিটি-এমএসডিই

Posted On: 06 APR 2021 4:24PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৬  এপ্রিল, ২০২১

 

দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রকের প্রশিক্ষণ মহা নির্দেশালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষের সিআইটিএস-এর জন্য সর্বভারতীয় পরীক্ষার ফল ঘোষণা করেছে। ৪৫টি প্রতিষ্ঠানে ৩৪টি ট্রেডে ৭৯টি পরীক্ষাকেন্দ্রে ৭ হাজার ৫৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। জয়পুরের ন্যাশনাল স্কিল ট্রেনিং ইন্সটিটিউট ফর উইমেনের পোশাক নির্মাণ বিভাগের শ্রীমতি সাবিত্রী ৯৫.৪৪ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। ২৪২ জন শিক্ষার্থী ৯০ শতাংশ নম্বর পেয়েছেন। পাশের হার ৮০.৫৭ শতাংশ। এই পরীক্ষার ফলাফল দেখতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন https://ncvtmis.gov.in/Pages/CFI/Home.aspx।   
    করোনা মহামারীর জন্য ২০২০র অক্টোবর এবং নভেম্বর মাসে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দুটি ব্যাচে নেওয়া হয়েছে। পরীক্ষার সময় কোভিড সংক্রান্ত যথাযথ নিয়মাবলী মেনে চলা হয়। 
    ক্র্যাফ্ট ইন্সট্রাকটর ট্রেনিং স্কিল (সিআইটিএস)এর আওতায় প্রশিক্ষণ সংক্রান্ত মহা নির্দেশালয় আইটিআই-এর যেসব ছাত্রছাত্রী দক্ষতা বিকাশ সংক্রান্ত প্রশিক্ষক হতে চান তাদের বাছাই করে। নির্বাচিত শিক্ষার্থীদের দক্ষতা এবং প্রশিক্ষণ সংক্রান্ত সর্বাঙ্গীন পাঠ দেওয়া হয়। এর ফলে সারা বছর ধরে সিআইটিএস প্রশিক্ষণের শেষে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ সংক্রান্ত নির্দেশালয় ৩৪টি ট্রেনের জন্য পরীক্ষা নেয়। এই পরীক্ষায় প্রশিক্ষণরত ছাত্রছাত্রীরা দক্ষ মানব সম্পদ তৈরিতে কতটা সফল হতে পারেন তা যাচাই করা হয়।  
    প্রশিক্ষণ সংক্রান্ত মহা নির্দেশক শ্রীমতি নিলম সামি রাও পরীক্ষায় সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ভারতকে বিশ্বের দক্ষতা বিকাশের রাজধানী গড়ে তুলতে সিআইটিএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে হাতে-কলমে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা তৃণমূল স্তরে দক্ষতা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার ক্ষমতা অর্জন করেন। তিনি জানিয়েছেন, নারীদের ক্ষমতায়ণের প্রতি গুরুত্ব দেওয়ায় এই পরীক্ষায় মহিলারা ভালো ফল করেছেন। 
    পরীক্ষায় শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের বিষয়ে কতটা দক্ষ তা জানার জন্য এক্সটার্নাল পরীক্ষক এবং সংশ্লিষ্ট ট্রেনের বিশেষজ্ঞ শিক্ষার্থীকে মূল্যায়ণ করেন। এছাড়াও মাল্টিপল চয়েস প্রশ্নাবলীও থাকে। সফল প্রশিক্ষণ শেষে ছাত্রছাত্রীরা ন্যাশনাল ক্র্যাফ্ট ইন্সট্রাকটর সার্টিফিকেট পান।  
    প্রতিটি ট্রেডের শীর্ষ স্থানাধিকারীর নাম জানতে চাইলে নিচের লিঙ্কগুলিতে ক্লিক করুন- 
https://www.dgt.gov.in/
https://dgt.gov.in/central-institutes-lists 

CG/CB/NS


(Release ID: 1709943) Visitor Counter : 195