প্রতিরক্ষামন্ত্রক

লা পেরুসে আয়োজিত মহড়ায় ভারতীয় নৌবাহিনীর জাহাজ ও বিমান অংশ নেবে

प्रविष्टि तिथि: 05 APR 2021 1:12PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৫ এপ্রিল, ২০২১

 

পূর্ব ভারত মহাসাগর অঞ্চলে লা পেরুসে ৫-৭ এপ্রিল বহুপাক্ষিক নৌ মহড়া আয়োজিত হচ্ছে। এই মহড়ায় ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সাতপুরা (একটি অবিচ্ছেদ্য বিমান বহনকারী জাহাজ) ও আইএনএস কিলতন-এর সঙ্গে দূরপাল্লার নৌ নজরদারি বিমান পি8I এই মহড়ায় অংশ নিচ্ছে । ভারতের নৌবাহিনীর জাহাজ ও বিমান ছাড়া ফরাসী নৌবাহিনী, অস্ট্রেলিয়ার নৌবাহিনী, জাপান মেরিটাইন সেল্ফ ডিফেন্স ফোর্স, আমেরিকার নৌবাহিনী এই তিন দিনের মহড়ায় অংশ নিয়েছে । 
ফরাসী নৌবাহিনীর জাহাজ 'এফএন শিপস টোননার' এই অনুশীলনে নেতৃত্ব দেবে। এছাড়াও আমেরিকার নৌবাহিনী এই অনুশীলনে অংশ নিচ্ছে। অস্ট্রেলিয়ার জাহাজ 'আনজার', জাপান মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সের জাহাজ 'ডেস্ট্রয়ার আকেবনো' এই মহড়ায় অংশ নিয়েছে। এছাড়াও জাহাজের সঙ্গে থাকা হেলিকপ্টারগুলিও মহড়ায় যুক্ত হয়েছে। 
লা পেরুসে আয়োজিত এই সামুদ্রিক অনুশীলনে জলে-স্থলে উভয় ক্ষেত্রে যুদ্ধ পরিচালনা, বিমান প্রতিরক্ষা ও অনুশীলন, অস্ত্র অনুশীলন, ক্রস ডেক ফ্লাইং অপারেশন সহ উন্নত নৌ অভিযান বিষয়ে প্রশিক্ষণ চালানো হবে। একইসঙ্গে নৌবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে আলাপ-আলোচনা হবে। এই মহড়ায় ভারতীয় নৌবাহিনী সমুদ্র ক্ষেত্রে স্বাধীনতা এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক নীতি-নির্দেশিকা মেনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সহ বিভিন্ন বিষয় তুলে ধরবে।

CG/SS/NS

(रिलीज़ आईडी: 1709747) आगंतुक पटल : 287
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu , Malayalam