স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটক, পাঞ্জাব, কেরল, তামিলনাডু, গুজরাট এবং মধ্যপ্রদেশে প্রতিদিন সংক্রমণ বাড়ছে
Posted On:
01 APR 2021 11:31AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ এপ্রিল, ২০২১
মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটক, পাঞ্জাব, কেরল, তামিলনাডু, গুজরাট এবং মধ্যপ্রদেশ – এই ৮টি রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এই রাজ্যগুলিতে সংক্রমণের হার ৮৪.৬১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৭২ হাজার ৩৩০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৫৪৪ জন। এরপর রয়েছে ছত্তিশগড়, সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৬৩ জন। কর্ণাটকে ৪ হাজার ২২৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
১০টি রাজ্যে দৈনিক সংক্রমণ হারের রেখাচিত্র ঊর্ধ্বমুখী।
দেশে এখন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫ লক্ষ ৮৪ হাজার ৫৫ জন।
মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, ছত্তিশগড় ও পাঞ্জাব – এই ৫টি রাজ্যে সংক্রমণ হার ৭৮.৯ শতাংশ। দেশের মধ্যে মহারাষ্ট্রেই সংক্রমণ হার ৬১ শতাংশ।
কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আরটি-পিসিআর পরীক্ষা বৃদ্ধির নির্দেশ দিয়েছে।
৪৫ বছর এবং তার বেশি বয়সী মানুষের কোভিড-১৯ টিকাকরণ অভিযান আজ থেকে শুরু হয়েছে।
আজ সকাল ৭টা পর্যন্ত ১০ লক্ষ ৮৬ হাজার ২৪১টি টিকাকরণ পর্বের মাধ্যমে মোট ৬ কোটি ৫১ লক্ষ ১৭ হাজার ৮৯৬ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮২ লক্ষ ৬০ হাজার ২৯৩ জন স্বাস্থ্য কর্মীকে টিকার প্রথম ডোজ, ৫২ লক্ষ ৫০ হাজার ৭০৪ জন স্বাস্থ্য কর্মীকে দ্বিতীয় ডোজ, ৯১ লক্ষ ৭৪ হাজার ১৭১ জন প্রথম সারির কর্মীকে প্রথম ডোজ এবং ৩৯ লক্ষ ৪৫ হাজার ৭৯৬ জন প্রথম সারির কর্মীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। পাশাপাশি, ৪৫ বছরের বেশি বয়সী যাঁদের আগে থেকেই অন্যান্য রোগের উপসর্গ রয়েছে, এমন ৭৮ লক্ষ ৩৬ হাজার ৬৬৭ জনকে টিকার প্রথম ডোজ এবং ১৭ হাজার ৮৪৯ জন সুবিধাভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ৬০ বছরের বেশি বয়সী ৩ কোটি ৫ লক্ষ ১২ হাজার ৭০ জন সুবিধাভোগীকে টিকার প্রথম ডোজ এবং ১ লক্ষ ২০ হাজার ৩৪৬ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
টিকাকরণ অভিযানের ৭৫তম দিনে ২০ লক্ষ ৬৩ হাজার ৫৪৩ জনকে টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৯ হাজার ৪৮৪টি টিকাকরণ পর্বের মাধ্যমে ১৭ লক্ষ ৯৪ হাজার ১৬৬ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ এবং ২ লক্ষ ৬৯ হাজার ৩৭৭ জন সুবিধাভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
দেশে এ পর্যন্ত করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ১ কোটি ১৪ লক্ষ ৭৪ হাজার ৬৮৩ জন। সুস্থতার হার ৯৩.৮৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ হাজার ৩৮২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। ৬টি রাজ্যে মৃত্যু হার ৮৩.০১ শতাংশ। মহারাষ্ট্রে একদিনে ২২৭ জনের মৃত্যু হয়েছে। পাঞ্জাবে মৃত্যু হয়েছে ৫৫ জনের।
চন্ডীগড়, ঝাড়খন্ড, ওডিশা, লাদাখা, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলী, পুদুচেরী, মণিপুর, ত্রিপুরা, সিকিম, নাগাল্যান্ড, লাক্ষাদ্বীপ, মেঘালয়, মিজোরাম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং অরুণাচল প্রদেশ – এই ১৫টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
CG/SS/SB
(Release ID: 1709033)
Visitor Counter : 246