নির্বাচনকমিশন

আসাম, কেরালা, তামিলনাডু, পশ্চিমবঙ্গ ও পুডুচেরি বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যে লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে নির্বাচনী সমীক্ষা ও বুথ ফেরত সমীক্ষার উপর নিষেধাজ্ঞা

Posted On: 26 MAR 2021 4:59PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৬শে মার্চ , ২০২১

ভারতের নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬(ক) ধারা অনুসারে ২৭শে মার্চ শনিবার সকাল সাতটা থেকে ২৯শে এপ্রিল সন্ধ্যে ৭টা ৩০ মিনিট পর্যন্ত আসাম, কেরালা, তামিলনাডু, পশ্চিমবঙ্গ ও পুডূচেরি বিধানসভার সাধারণ নির্বাচনে এবং বিভিন্ন রাজ্যে লোকসভা ও বিধানসভার উপনির্বাচন চলাকালীন নির্বাচনী সমীক্ষা চালানো বা বুথ ফেরত সমীক্ষা কোন মুদ্রণ মাধ্যমে প্রকাশ বা বৈদ্যুতিন মাধ্যমে প্রচার করা যাবে না।  কমিশনের ২৬শে ফেব্রুয়ারি এবং ১৬ই মার্চ প্রেস বিজ্ঞপ্তি এ ক্ষেত্রে কার্যকর হবে।

এছাড়াও ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬(১)(খ) ধারা অনুসারে উপরে উল্লিখিত বিধানসভাগুলির সাধারণ নির্বাচন এবং লোকসভা ও বিধানসভাগুলির উপনির্বাচনে সংশ্লিষ্ট এলাকায় ভোটপর্ব শেষ হওয়ার সময় অনুযায়ী  ৪৮ ঘন্টা সময়কালে নির্বাচনী সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষা কোন বৈদ্যুতিন মাধ্যমে প্রচার/প্রকাশ করা যাবে না ।  

২৪ শে মার্চের বিজ্ঞপ্তিটি দেখতে চাইলে নীচের লিঙ্কটি ক্লিক করুনঃ-

 

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/mar/doc202132611.pdf

***

 

 

CG/CB


(Release ID: 1707920) Visitor Counter : 183