স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কেন্দ্রীয় সরকার এনটিএজিআই এবং এনইজিভিএসি'র সুপারিশ অনুযায়ী কোভিশিল্ড-এর দুটি ডোজের মধ্যে ব্যবধান ৪-৮ সপ্তাহ বাড়ানোর জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে চিঠি দিল

Posted On: 22 MAR 2021 3:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ মার্চ, ২০২১
 
বৈজ্ঞানিক তথ্যের ওপর ভিত্তি করে কোভিড-১৯ প্রতিরোধে  কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়ানোর জন্য কেন্দ্র সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে চিঠি দিয়েছে।
 
ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন, এনটিএজিআই এবং ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন্ড ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-১৯, এনইজিভিএসি-র ২০-তম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি দলের মধ্যে মেয়াদ ৪-৮ সপ্তাহ করার কথা বলা হয়েছে। আগে এই মেয়াদ ছিল ৪-৬ সপ্তাহ। কেবলমাত্র কোভিশিল্ডের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোভ্যাকসিনের ক্ষেত্রে নয়।
 
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব শ্রী রাজেশ ভূষণ আজ প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে লেখা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
 
***
 
 
 
CG/SB


(Release ID: 1706768) Visitor Counter : 226