প্রধানমন্ত্রীরদপ্তর

হেরাথ উপলক্ষ্যে জনসাধারণকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Posted On: 10 MAR 2021 7:13PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১০ই মার্চ , ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হেরাথ উপলক্ষ্যে জনসাধারণকে  শুভেচ্ছা জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ হেরাথ মুবারক!  এই শুভক্ষণে সর্বত্র আরো আনন্দ ও সুখ ছড়িয়ে পড়ুক, আমি সেই প্রার্থনা করছি। সকলের আশা-আকাঙ্ক্ষা আগামী দিনে পূর্ণ হোক।“

***

 


CG/CB


(Release ID: 1703996) Visitor Counter : 100