উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
উপরাষ্ট্রপতি ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য আবেগ ও সামাজিক দক্ষতার ওপর গুরুত্ব দিয়েছেন
Posted On:
04 MAR 2021 3:50PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৪মার্চ, ২০২১
উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু আজ ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি আবেগ ও সামাজিক দক্ষতার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, এই দক্ষতাগুলির মধ্য দিয়ে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তারা নিজেদের মানিয়ে নিতে পারবেন।
আইআইটি তিরুপতির ষষ্ঠ প্রতিষ্ঠা দিবসে শ্রী নাইডু এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করছিলেন। তিনি পড়ুয়াদের সামাজিক প্রাসঙ্গিকতার সঙ্গে তাঁদের অর্জিত বিদ্যাকে যুক্ত করার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যত গড়ার সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠান থেকে তারা যে শিক্ষা ও দক্ষতা অর্জন করেছে তার সাহায্যে দেশে পরিবর্তন আনতে পারবে।
উপরাষ্ট্রপতি বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করবে। ভারতের পুনরুত্থান ও উচ্চাকাঙ্খার প্রতিনিধিত্ব আইআইটিগুলি করে থাকে। ইঞ্জিনিয়ারিং পাঠরত ছাত্রছাত্রীদের কর্মকুশলতা বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দিয়েছেন।
তিরুপতি শহরই হল ভারতের একমাত্র শহর যেখানে আইআইটি ও আইআইএসইআর রয়েছে। এই দুটি প্রতিষ্ঠান একযোগে কাজ করে দেশকে প্রগতির দিকে এগিয়ে যাবে। সব আইআইটির মধ্যে তিরুপতি আইআইটিতেই বি.টেক পাঠক্রমে ছাত্রীদের অংশগ্রহণ সবথেকে বেশি౼ ১৮ শতাংশ।
আইআইটি তিরুপতির নির্দেশক, ফ্যাকাল্টি, কর্মীবৃন্দ ও ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে শ্রী নাইডু বলেছেন, আগামীদিনে দেশ গড়ার কাজে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সে বিষয়ে তিনি আশাবাদী। অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী শ্রী কে নারায়ণস্বামী, তিরুপতি আইআইটির নির্দেশক অধ্যাপক কে এন সত্যনারায়ণ, স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের ডিন অধ্যাপক এ মেহের প্রসাদ সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
***
CG/ CB/NS
(Release ID: 1702527)
Visitor Counter : 132