ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

নিত্য প্রয়োজনীয় পণ্যগুলির মূল্য পর্যবেক্ষণ এবং ভবিষ্যদ্বাণীমূলক বিশ্লেষণের ক্ষেত্রে ভারত এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে

Posted On: 28 FEB 2021 2:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
 
নিত্য  প্রয়োজনীয় পণ্যগুলির মূল্য পর্যবেক্ষণ এবং ভবিষ্যদ্বাণীমূলক বিশ্লেষণের ক্ষেত্রে ভারত এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। উপোভোক্তা বিষয়ক দফতরের চালু করা ২২ টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পর্যবেক্ষণের জন্য মোবাইল অ্যাপটি সারা দেশের ১২৭ টি জায়গা  থেকে খুচরা ও পাইকারি দামের বিষয়ে সময় সময়  তথ্য সরবরাহ শুরু করতে শুরু করেছে।
 
 মূল্য প্রতিবেদন কেন্দ্রগুলি থেকে প্রতিদিন প্রাপ্ত দামের বিষয়ে তথ্যের মান উন্নয়নে, উপোভোক্তা বিষয়ক মন্ত্রক চলতি বছরের পয়লা জানুয়ারী একটি মোবাইল অ্যাপ চালু করে।
 
মূল্য নিরীক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাপনা  উন্নত করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) 'কেয়ার্স' কর্মসূচির আওতায় কারিগরি সহায়তা তহবিলের জন্য অর্থনীতি বিষয়ক দফতর (ডিইএ)এর কাছে উপোভোক্তা বিষয়ক দফতর  প্রস্তাব করেছে।  প্রযুক্তিগত সহায়তার অধীনে এই ব্যবস্থাপনায়  দাম পর্যবেক্ষণ বিষয়ক পোর্টালকে উন্নীত করা, মূল্য প্রতিবেদক কেন্দ্রগুলির জন্য ক্ষমতা বৃদ্ধি এবং মূল্য নিরীক্ষণকারি গোষ্ঠী ও খাদ্য পণ্য সরবরাহ শৃঙ্খলের দীর্ঘমেয়াদী উন্নতি চিহ্নিতকরণ ইত্যাদি  বিষয়ে  ডিইএ প্রস্তাব অনুমোদন করেছে।
 
 উপোভোক্তা বিষয়ক দফতর ২২ প্রয়োজনীয় পণ্য যেমন চাল, গম, ময়দা (গম), ছোলার ডাল, আরহর ডাল, উড়র্দ ডাল, মুগ ডাল, মাসুর ডাল, চিনি, দুধ, চিনাবাদাম তেল, সরিষার তেল, শাকসব্জী, সয়া তেল, সূর্যমুখী তেল, গুড়, চা, লবণ, আলু, পেঁয়াজ এবং টমেটোর দাম পর্যবেক্ষণ করে।
 
 সারা দেশের রাজ্য গণবন্টন  বিভাগগুলিতে অবস্থিত ১২৭টি মূল্য প্রতিবেদন কেন্দ্রগুলি থেকে খুচরা ও পাইকারি দামের দৈনিক প্রতিবেদন পাওয়া যায়।  বাফার থেকে স্টক প্রকাশ, রফতানি-আমদানি নীতি ইত্যাদির মতো যথাযথ সিদ্ধান্ত নেওয়ার জন্য দাম এবং সূচকের প্রবণতার দৈনিক প্রতিবেদনগুলি  ওপর বিশ্লেষণ করা হয়।
 
 
মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে অফিস ডেস্কটপ থেকে প্রতিবেদন করা যায় না। কারণ  জিও-ট্যাগ ব্যবস্থাপনা রয়েছে। সুতরাং, কোন  স্থানের, কোন বাজার থেকে তথ্য পাওয়া গেছে, তাও জানা সম্ভব হয়।   
 
 খুচরা মূল্য প্রতিবেদন নির্দেশিকা  অনুসারে, তিনটি বাজার অর্থাৎ উচ্চ আয়যুক্ত বাজার, মধ্যম আয়ের বাজার এবং নিম্ন আয়ের বাজার থেকে একই পণ্যের বিভিন্ন ধরনের  দাম সংগ্রহ করা হয় এবং তিনটি দামের গড় প্রতিবেদনে উল্লেখ করা হয়।
 
 মোবাইল অ্যাপ্লিকেশনটিতে গড় মানগুলির গণনা এবং প্রতিবেদন করার সহজ বৈশিষ্ট্য রয়েছে। এখানে মানুষের ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা নেই। 
 
 উপোভোক্তা বিষয়ক বিভাগ বাজারের তথ্য সরবরাহ, দামের পূর্বাভাস এবং দামের পূর্বাভাস মডেলগুলি বিকাশের জন্য কৃষি ভিত্তিক নজরদারি  পরিষেবাগুলি ব্যবহার করে থাকে।
 
***
 
 
 
 
CG/SS 

(Release ID: 1701579) Visitor Counter : 348