পর্যটনমন্ত্রক

কোভিড আনলক পর্যায়ে দেখো আপনা দেশ প্রচারাভিযানের আওতায় পর্যট মন্ত্রক বিভিন্ন পর্যটন সম্পদ তুলে ধরেছে

Posted On: 28 FEB 2021 10:33AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
 
ভারত বর্তমানে আনলক পর্যায়ে রয়েছে।এই পরিস্থিতিতে পর্যটন মন্ত্রক ও এর আঞ্চলিক কার্যালয় দেখো আপনা দেশ প্রচারাভিযানের আওতায় পর্যটন বিষয়ে বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমের আয়োজন করছে ও সমর্থন যুগিয়েছে। এই কর্মসূচি মাধ্যমে বিভিন্ন পক্ষ এবং নাগরিকদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন পর্যটন সম্পদ তুলে ধরা হয়েছে ।
 
 কেরালা হোম স্টে অ্যান্ড ট্যুরিজম সোসাইটির (এইচএটিএস) এর সহযোগিতায় ভারতীয় পর্যটন, এমনকি পর্যটন মন্ত্রকের আওতাধীন কোচি কার্যালয় সম্প্রতি হোম স্টে মালিকদের সাথে হোম স্টে সম্পর্কিত প্রকল্প বিষয়ে অবহিত করার জন্য একটি কর্মশালার আয়োজন করে।
 
ভারতীয় পর্যটনের অন্তর্গত বেঙ্গালুরু কার্যালয় "দেখো আপন দেশ" কর্মসূচির আওতায় একটি অভ্যন্তরীণ পর্যটন বিষয়ে  রোডশো আয়োজন করে, যেখানে উত্তর প্রদেশের বৌদ্ধ সার্কিট এবং তীর্থস্থানগুলির পাশাপাশি পর্যটন ক্ষেত্রের সম্ভাবনাময় দিকগুলি তুলে ধরা হয়। এছাড়া হায়দ্রাবাদ, পুনে, তেলেঙ্গানা ও মুম্বাই-তে ভারতীয় পর্যটনের বিকাশে কর্মশালা, রোড শো সহ একাধিক বিষয় আয়োজন করা হয়। গত ২২ ফেব্রুয়ারি ভারতীয় পর্যটন মন্ত্রক, গুয়াহাটিতে নদী ভিত্তিক পর্যটন বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উত্তর-পূর্ব অঞ্চল এবং নদীতে ছোট জাহাজ বা ক্রুজ চলাচল ভিত্তিক পর্যটন বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়।
 
***
 
 
 
CG/SS 


(Release ID: 1701578) Visitor Counter : 147