প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী আগামী ২৭শে ফেব্রুয়ারি ভারতীয় খেলনা মেলা ২০২১এর উদ্বোধন করবেন

Posted On: 25 FEB 2021 3:13PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

    প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতীয় খেলনা মেলা ২০২১এর উদ্বোধন করবেন। 


    খেলনা শিশুর মনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বাচ্চাদের মধ্যে মনঃসংযোগ ও জ্ঞান ভিত্তিক দক্ষতার উন্নতি সাধনে সহায়তা করে। ২০২০ সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী তাঁর মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছিলেন যে খেলনা শুধুমাত্র শিশুদের  কার্যকলাপকেই বাড়িয়ে তোলেনা, তাদের আশা-আকাঙ্খাকে উড়তে শেখায়। একটি শিশুর সামগ্রিক বিকাশে খেলনার গুরুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ভারতে খেলনা উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেন। প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গীর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ভারতীয় খেলনা মেলা ২০২১এর আয়োজন করা হয়েছে। 


    খেলনা মেলা সম্পর্কে:


    আগামী ২৭শে ফেব্রুয়ারী থেকে দোসরা মার্চ পর্যন্ত এই মেলা চলবে। এর মূল লক্ষ্যই হল, একটি সুস্থায়ী সংযোগ তৈরি এবং শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য ক্রেতা-বিক্রেতা, শিক্ষার্থী-শিক্ষক, ডিজাইনার সহ সকল পক্ষকেই ভার্চুয়াল প্ল্যাটফর্মে একত্রিত করা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকার এবং শিল্প সংস্থা একত্রিত হয়ে ভারত আগামীদিনে কিভাবে খেলনা উৎপাদন ক্ষেত্রে বিশ্বের হাব হয়ে উঠবে সে বিষয়ে আলোচনা চালাতে সাহায্য করবে। পাশাপাশি  এই ক্ষেত্রে বিনিয়োগে আকর্ষণ বৃদ্ধি ও রপ্তানী বিষয়ে প্রচার চালাবে। 


    ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ১ হাজারেরও বেশি প্রদর্শনকারী তাদের পণ্য নিয়ে এই ই-বাণিজ্যের ভার্চুয়াল প্রদর্শনীতে হাজির হবেন। এই মেলায় একদিকে যেমন ঐতিহ্যবাহী ভারতীয় খেলনাগুলিকে তুলে ধরা হবে তেমনই ইলেক্ট্রনিক খেলনা, রেশম, তুলো, উলের সংমিশ্রণে ফেব্রিক খেলনা, ধাঁধার খেলা সহ অত্যাধুনিক খেলনা তুলে ধরা হবে। এই মেলায় খেলনার নকশা ও উৎপাদন ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশিষ্ট দক্ষ ব্যক্তিদের নিয়ে একাধিক ওয়েবিনার এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে ভারতীয় এবং আন্তর্জাতিক স্তরের বক্তারাও উপস্থিত থাকবেন। শিশুদের জন্য ঐতিহ্যবাহী খেলনা তৈরি এবং ভার্চুয়াল মাধ্যমে খেলনা সংগ্রহালয় ও খেলনা তৈরির কারখানাগুলি ঘুরে দেখার সুযোগ রয়েছে। 

***

 

 

CG/SS/NS


(Release ID: 1700882)