মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক

পবিত্র বসন্ত পঞ্চমীর দিন নতুন দিল্লিতে প্রাণী কল্যাণ ও সুরক্ষা সংক্রান্ত ভারতীয় প্রাণী কল্যাণ পর্ষদের পুরস্কার প্রদান অনুষ্ঠান

Posted On: 17 FEB 2021 9:34AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

 

পশুপ্রাণীর সুরক্ষা ও কল্যাণে দেশের সর্বোচ্চ সংস্থা ভারতীয় প্রাণী কল্যাণ পর্ষদ (এডব্লিউবিআই) প্রাণীকূলের কল্যাণে অসাধারণ অবদানের স্বীকৃতি-স্বরূপ ব্যক্তি-বিশেষ, প্রতিষ্ঠান ও কর্পোরেট সংস্থাগুলিকে ১৪টি ক্ষেত্রে প্রাণী মিত্র পুরস্কার এবং জীব দয়া পুরস্কার প্রদান করেছে। 


পবিত্র বসন্ত পঞ্চমীর দিন কেন্দ্রীয় প্রাণী সম্পদ বিকাশ, ডেয়ারি ও মৎস্যচাষ মন্ত্রী শ্রী গিরিরাজ সিং সমস্ত পশু প্রেমীদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রাণী মিত্র ও জীব দয়া পুরস্কার প্রদান করেন। প্রাণী কল্যাণের ক্ষেত্রে নিঃস্বার্থ ও উল্লেখযোগ্য সেবার জন্য শ্রী সিং পুরস্কার জয়ীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ব্যক্তি-বিশেষ এবং প্রাণী কল্যাণ সংগঠনগুলিকে এ ধরনের পুরস্কার প্রাণীকূলের সুরক্ষায় সাধারণ মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করবে। ভারতীয় প্রাণী কল্যাণ পর্ষদ, প্রাণী কল্যাণ সংগঠন ও পশু প্রেমীরা পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত সমস্ত প্রজাতির প্রাণীর কল্যাণে এবং তাদের ওপর বর্বরতা প্রতিহত করার কাজে সর্বদাই নিয়োজিত রয়েছে। তাই, সব প্রজাতির প্রাণীর ওপর বর্বরতা প্রতিরোধে এবং তাদের প্রতি সাধারণ মানুষের মধ্যে করুণা, দয়া ও কল্যাণের মানসিকতার বিকাশে এখন আরও বেশি সচেতন হওয়ার সময় এসেছে। আইন অনুযায়ী, প্রাণীকূলের সুরক্ষায় ও তাদের কল্যাণে প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে মেনে চলাও প্রয়োজন বলে শ্রী সিং অভিমত প্রকাশ করেন। 


পুরস্কার প্রদান অনুষ্ঠানে মন্ত্রকের সচিব শ্রী অতুল চতুর্বেদী বলেন, মানুষের সঙ্গে বন্য পশুর সংঘাত প্রতিহত করার ক্ষেত্রে প্রাণী কল্যাণের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পুরস্কার জয়ী সকলকে অভিনন্দন জানিয়ে শ্রী চতুর্বেদী আশা প্রকাশ করেন, এই সম্মান আরও বেশি সংখ্যক ব্যক্তি-বিশেষ এবং সংগঠনগুলিকে পশু কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করবে। 

 

 

 

CG/BD/SB



(Release ID: 1698694) Visitor Counter : 247